একটা সময় ছিল, যখন কলকাতা ও শহরতলির পোস্ট অফিসগুলোতে উপচে পড়ত মানুষের ভিড়। কেউ সেভিংস করতে আসতেন, কেউবা টাকা তুলতে। কর্মীদের নাভিশ্বাস উঠত কাজের চাপে। কিন্তু কালের নিয়মে আজ সেই ডাকঘরগুলির অবস্থাই পালটে গেছে।
ক্রমশ কমছে গ্রাহক সংখ্যা
ইদানীং বেশিরভাগ পোস্ট অফিসে গ্রাহকের দেখা মেলে হাতে গোনা কয়েকজন। জনপ্রিয় এলাকাগুলোর পোস্ট অফিসগুলোতেও পড়েছে ধস। কিছু অফিসের অবস্থা এতটাই করুণ যে দেখলে মনে হয় বহুদিন ব্যবহৃতই হয়নি। তার ওপর শহরের ব্যয়বহুল বাজারে ডাকঘরের ব্যবসাও আর লাভজনক থাকছে না।
বড় সিদ্ধান্ত নিল ডাক বিভাগ
এই পরিস্থিতিতে ডাক বিভাগের ওয়েস্ট বেঙ্গল সার্কেল এক ঝটকায় ১৫টি সাব পোস্ট অফিস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। পার্ক সার্কাস, তারাতলা রোড, ঝাউতলা, ব্যারাকপুর বাজার, বোসপুকুর রোড, দক্ষিণ বেলঘরিয়া, জোড়ামন্দির—এইসব এলাকায় অবস্থিত অফিসগুলিকে মিশিয়ে দেওয়া হবে নিকটবর্তী অন্য অফিসের সঙ্গে।
গ্রাহকের টাকাপয়সা কি সুরক্ষিত?
ডাক বিভাগের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, এই মার্জ প্রক্রিয়ায় গ্রাহকদের কোনও অসুবিধা হবে না। তাঁদের অ্যাকাউন্ট, টাকা-পয়সা—সবই থাকবে সুরক্ষিত। তবে কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।
ইতিমধ্যেই জারি নির্দেশিকা
জানা গেছে, গত সোমবার ১৫টি সাব পোস্ট অফিসের বিভাগীয় প্রধানদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে। বৈঠকে প্রত্যেককেই বিস্তারিত পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই একটি সরকারি নির্দেশিকাও জারি হয়েছে এবং তা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে।
তবে এখনও পর্যন্ত এই সিদ্ধান্ত নিয়ে ডাক বিভাগ বা রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে নানা মহলে শুরু হয়েছে জল্পনা।