TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

Sealdah : ‘হঠাৎ ভেঙে পড়ল ছাদ!’: শিয়ালদহে প্রাচী সিনেমা হলে বিপত্তি, আহত শিশু

কলকাতার প্রাণকেন্দ্র শিয়ালদহে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাচী সিনেমা হলে হঠাৎই ভেঙে পড়ল ছাদের একাংশ। পাশেই থাকা একটি দোকানের ওপর পড়ে গিয়ে আহত হয় এক শিশু। আরেকটু হলে ঘটতে পারত বড় দুর্ঘটনা।

Debapriya Nandi Sarkar

Sealdah : শিয়ালদহ স্টেশনের একদম কাছে, ভিড় আর কোলাহলের মধ্যে এখনো দাঁড়িয়ে আছে এক ঐতিহ্যবাহী নাম—প্রাচী সিনেমা হল। এক সময় যেখানে হাউসফুলের ভিড় লেগে থাকত, সেখানে আজ শুধুই নীরবতা আর ধুলো জমে থাকা পুরনো দেওয়াল। তবে এই পুরনো বিল্ডিং-ই আজ খবরের শিরোনামে—কারণ, ভেঙে পড়েছে ছাদের কার্নিশের একাংশ

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

‘হুড়মুড় করে ভেঙে পড়ল ছাদ!’: দোকানের ওপর ধসে পড়ে চাঞ্চল্য

ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। কলকাতার শিয়ালদহে কোলে মার্কেট সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হল প্রাচী সিনেমা হল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, সিনেমা হলের ছাদ থেকে কার্নিশের একটি অংশ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। নিচে তখন একটি চাউমিনের দোকান খোলা ছিল, আর দোকানের সামনেই দাঁড়িয়ে ছিল কয়েকজন মানুষ। দূর্ঘটনায় এক শিশু আহত হয়েছে, জানা গিয়েছে তার হাতে আঘাত লেগেছে। আশেপাশের লোকজনই দ্রুত তাকে চিকিৎসার জন্য নিয়ে যায়। আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীদের চোখে কী ঘটেছিল

একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “আমরা তো একদম পাশেই দাঁড়িয়ে ছিলাম। হঠাৎই একটা বিকট আওয়াজ, সঙ্গে সঙ্গে দেখি ছাদের অংশটা চাউমিন দোকানের ওপর পড়ে গেছে। শিশুটার চিৎকার শুনেই ছুটে যাই।” আরেকজন জানান, “দোকানে কেউ না থাকলে খুব সম্ভবত আমরা এই খবরটা ট্র্যাজেডি হিসেবেই শুনতাম। এখনও চোখে ভাসছে ধুলো আর ধ্বংসাবশেষ।”

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

ঐতিহ্য আর অবহেলার দ্বন্দ্ব

প্রাচী সিনেমা হলের ইতিহাস কলকাতার বহু মানুষের আবেগের সঙ্গে জড়িত। মাল্টিপ্লেক্স কালচারের আগমনের অনেক আগেই এখানেই দেখা হত ব্লকবাস্টার সিনেমা। কিন্তু বর্তমানে এই হল প্রায় বন্ধ অবস্থাতেই রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাব, ছাদে ফাটল, দেওয়ালে স্যাঁতসেঁতে—সবই চোখে পড়ার মতো। এই দুর্ঘটনা যেন প্রশ্ন তোলে: “এইরকম পুরনো স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে কি কোনও নজর দেওয়া হচ্ছে?”

প্রশাসনের পদক্ষেপ কী?

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকার সমস্ত পুরনো ভবনের স্ট্রাকচারাল অডিটের দাবিও উঠেছে স্থানীয়দের তরফে। যদিও এখনো পর্যন্ত প্রাচী সিনেমা হল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি

আহত শিশুর শারীরিক অবস্থা কেমন?

আহত শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হাতের হালকা জখম ছাড়া গুরুতর কিছু হয়নি। তবে মানসিক ধাক্কা অনেকটাই লেগেছে বলেই জানিয়েছেন তার পরিবার। বহু স্মৃতিবিজড়িত একটি স্থানে এমন একটি ঘটনা শুধু দুঃখজনকই নয়, সতর্কতাও জরুরি—যাতে ঐতিহ্য রক্ষা পায়, কিন্তু জীবনের ঝুঁকিতে না ফেলে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।