পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “বিজেপি আর তৃণমূল আলাদা কিছু নয়। দু’দলই মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।”
২৬ হাজার শিক্ষক ছাঁটাই, দায় নেবে কে?
কংগ্রেস নেতার অভিযোগ, রাজ্যের ২৬ হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন, অথচ কারও মুখে কোনও উন্নয়নের কথা নেই। “এই ছাঁটাইয়ের জন্য কে দায়ী? এতবড় একটা ঘটনা ঘটে গেল, কিন্তু কেন্দ্র ও রাজ্য—দুই সরকারই চুপ। কোনও পক্ষই সমস্যার সমাধান করতে চাইছে না,” অভিযোগ শুভঙ্করের।
CBI তদন্তে ‘নো এন্ট্রি’?
শুভঙ্কর সরকার প্রশ্ন তোলেন, “CBI-কে এখনও তদন্তের অনুমতি দেওয়া হয়নি কেন? ED আর CBI এতদিন কী করল? কেন কোনও অগ্রগতি নেই?” তাঁর মতে, এই চুপ করে থাকার পেছনে কোনও না কোনও রাজনৈতিক সমঝোতা রয়েছে।
“বিজেপি শুধু বিরোধী দলে আছে বলেই দায়মুক্তি পায় না। ওদের ভূমিকা কী? আর তৃণমূল তো সরকারের আসনে থেকেও কিছু করছে না। তাহলে মানুষ যাবে কোথায়?”— বলেন তিনি।
‘একই মুদ্রার এপিঠ-ওপিঠ বিজেপি ও তৃণমূল’
কংগ্রেস সভাপতির মতে, বিজেপি ও তৃণমূল আসলে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। দুই দলই শুধুমাত্র ভোটের সময় মানুষের পাশে আসে, তারপর উন্নয়ন বা দুর্নীতি নিয়ে মুখ খোলে না। “কেউ উন্নয়ন নিয়ে কথা বলছে না। সবাই নাটক করছে।” তিনি আরও বলেন, “রাজনীতির আসল লক্ষ্য হওয়া উচিত মানুষের সমস্যা সমাধান করা। কিন্তু আজকে রাজনীতি মানেই ক্ষমতা দখলের খেলা।”
উল্লেখ্য, রাজ্যে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি, চাকরি হারানো, এবং দুর্নীতির তদন্ত নিয়ে উত্তাল, তখন কংগ্রেস সভাপতির এই বক্তব্য নতুন করে আলোচনার ঝড় তুলেছে। এখন দেখার বিষয়, বিজেপি বা তৃণমূল—কারও পক্ষ থেকেই এই বিস্ফোরক অভিযোগের জবাব আসে কি না।