অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজাসুজি অভিযোগ তুলেছেন, দেশের সেনা অভিযানের মতো গম্ভীর একটি বিষয়কে ভোটের রাজনীতির জন্য ব্যবহার করছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এটা জাতীয় নিরাপত্তা ও গর্বের বিষয়, কিন্তু প্রধানমন্ত্রী যেন ভোটের হোলি খেলতে নেমেছেন!”
“জাতীয় স্বার্থে আমরা সহযোগিতা করেছি”
মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অপারেশন সিঁদুরের বিষয়ে কোনওরকম গাফিলতি করা হয়নি। বরং জাতীয় স্বার্থে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন কেন্দ্রকে। তাঁর কথায়, “আমাদের প্রতিনিধি রয়েছে সংসদের কমিটিতে। আমরা শুরু থেকেই পাশে থেকেছি। কিন্তু এখন প্রধানমন্ত্রী বাংলায় দাঁড়িয়ে এই অপারেশনকে ভোটের প্রচারে ব্যবহার করছেন।”
“সেনার কৃতিত্বকে রাজনৈতিক মঞ্চে টেনে আনা শোভনীয় নয়”
মুখ্যমন্ত্রীর বক্তব্য, সেনার কৃতিত্ব গোটা দেশের গর্ব। সেই সাফল্যকে যদি ভোট টানার কৌশল হিসেবে ব্যবহার করা হয়, তাহলে সেটি দুর্ভাগ্যজনক। তিনি বলেন, “আমরা সেনার পাশে আছি। কিন্তু প্রধানমন্ত্রী যদি এভাবে রাজনৈতিক ভাষণে সেনা অভিযান নিয়ে প্রচার চালান, তাহলে সেটি দেশের জন্য অপমানজনক।”
ভোটের আগে রাজনৈতিক উত্তাপ চরমে
লোকসভা ভোটের আগে এমনিতেই বাংলার রাজনৈতিক আবহ উত্তপ্ত। তার মধ্যে অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মুখোমুখি অবস্থান রাজনীতিকে আরও সরগরম করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, এই ইস্যুতে বিজেপি যেখানে জাতীয়তাবাদের বার্তা দিতে চাইছে, তেমনই তৃণমূল মুখ্যমন্ত্রী চাইছেন সেনার সাফল্যকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে।