TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

১ জুন থেকে দিঘায় কড়া নিষেধাজ্ঞা! ‘ওইসব’ পুরোপুরি বন্ধ, মন্দির চত্বরে নজরদারি বাড়ছে

১ জুন থেকে দিঘায় বড়সড় পরিবর্তন। সৈকত শহরে সম্পূর্ণ প্লাস্টিক নিষিদ্ধ, জগন্নাথ মন্দিরেও পানের পিক পড়লেই কড়া শাস্তি। জানুন নতুন নিয়মে কী কী বন্ধ হচ্ছে।

Debapriya Nandi Sarkar

সৈকত শহর দিঘায় এবার কঠোর নিয়ম জারি হচ্ছে। ১ জুন থেকে পুরো শহরজুড়ে বন্ধ হচ্ছে প্লাস্টিক ব্যবহার। এমনকি মন্দির চত্বরে থুতু ফেললেও মিলবে শাস্তি।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

দিঘায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আগে জেনে নিন কী কী নিষিদ্ধ হতে চলেছে এই জনপ্রিয় পর্যটন শহরে। ১ জুন থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম। এবার থেকে দিঘায় কোনওভাবেই ব্যবহার করা যাবে না প্লাস্টিক বা থার্মোকল। জগন্নাথ মন্দিরেও থাকবে কড়া নজরদারি।

দিঘাকে সাজাতে কড়া সিদ্ধান্ত

বছরের পর বছর ধরেই চেষ্টা চলছিল দিঘাকে প্লাস্টিকমুক্ত করার। নানা প্রচার, নানারকম পদক্ষেপ হলেও বাস্তব রূপ পায়নি কিছুই। এবার আর শুধু প্রচারে থেমে থাকছে না প্রশাসন। এবার কড়া নিয়মে দিঘাকে ভাগ করা হচ্ছে ১০টি নজরদারি জোনে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

পুরো শহরজুড়ে শুরু হচ্ছে নজরদারি। সচেতনতা বাড়াতে ৩১ মে পর্যন্ত চালানো হবে প্রচার অভিযান। ওল্ড ও নিউ দিঘার সব হোটেল, দোকান, রেস্তরাঁয় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে— প্লাস্টিক নিষিদ্ধ।

হোটেল-দোকান থেকে সৈকত—সব জায়গায় প্লাস্টিক নিষিদ্ধ

কোনও হোটেল বা দোকানে প্লাস্টিক ব্যাগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। সৈকতের কাছাকাছি বিক্রি হওয়া ঝিনুকের সামগ্রী বা খাবারের দোকানেও ব্যবহার করা যাবে না প্লাস্টিক।

পর্যটকদের সুবিধার জন্য হোটেলগুলিকে চট বা কাপড়ের ব্যাগ প্রস্তুত রাখতে বলা হয়েছে। শহরের সমস্ত বাসেও বাধ্যতামূলকভাবে এই ব্যাগই রাখতে হবে।

৪৬ জন গ্রিন গার্ড থাকবেন নজরদারিতে

দিঘার সৈকতজুড়ে ৪৬ জন গ্রিন গার্ড মোতায়েন থাকবেন। প্লাস্টিক পড়ে থাকতে দেখলেই সঙ্গে সঙ্গে তুলে ফেলবেন তাঁরা। পর্যটকদের জন্য নির্দিষ্ট ডাস্টবিনও বসানো হচ্ছে শহরের প্রতিটি বাস স্ট্যান্ড ও অটো স্ট্যান্ডে।

মন্দির চত্বরে থুতু ফেললেই জরিমানা

শুধু সৈকত নয়, জগন্নাথ মন্দিরের ভেতরেও এবার থেকে নজরদারি কড়া। পান বা গুটকা খেয়ে থুতু ফেললে সঙ্গে সঙ্গে নেওয়া হবে ব্যবস্থা। ধর্মস্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত।

সবমিলিয়ে ১ জুন থেকে দিঘার চেহারাই বদলে যাচ্ছে। প্রশাসনের লক্ষ্য একটাই—পরিচ্ছন্ন, প্লাস্টিকমুক্ত এক নতুন দিঘা।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।