TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

Scholarship : মাত্র ৬০% নম্বরেই ৪৮,০০০ টাকা স্কলারশিপ! দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় সুযোগ

SC/ST/OBC সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য বড় সুখবর! ৪৮ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ মিলবে দশম, দ্বাদশ ও স্নাতক স্তরে। কীভাবে আবেদন করবেন, কী লাগবে যোগ্যতা—জানুন বিস্তারিত।

Debapriya Nandi Sarkar

Scholarship : আর্থিক অভাবের জন্য উচ্চশিক্ষা বন্ধ হয়ে যাবে—এই ভয় অনেক ছাত্রছাত্রীর মনেই থাকে। তবে সেই দুশ্চিন্তা দূর করতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে চালু করেছে একাধিক স্কলারশিপ প্রকল্প। তার মধ্যেই অন্যতম হল SC/ST/OBC স্কলারশিপ, যার আওতায় পড়ুয়ারা ১৫ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড পেতে পারে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

কোন শ্রেণির জন্য কোন স্কলারশিপ?

  • এই স্কলারশিপ মূলত তিনটি ভাগে বিভক্ত—প্রি-ম্যাট্রিক, পোস্ট-ম্যাট্রিক এবং মেরিট-কাম-মিনস স্কলারশিপ।
  • নবম ও দশম শ্রেণির পড়ুয়ারা পায় প্রি-ম্যাট্রিক স্কলারশিপ
  • একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা পায় পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ
  • স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়ুয়াদের জন্য রয়েছে মেরিট-কাম-মিনস স্কলারশিপ
  • প্রত্যেক স্তরে ভিন্ন ভিন্ন অঙ্কে অর্থসাহায্য প্রদান করা হয়, যা পড়ুয়াদের শিক্ষার খরচের একটা বড় অংশই কভার করতে সক্ষম।

স্টাইপেন্ডের পরিমাণ কত?

সরকারি সূত্র অনুযায়ী, এই স্কলারশিপে প্রি-ম্যাট্রিক পর্যায়ে বছরে ₹১৫,০০০–₹২০,০০০ পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। পোস্ট-ম্যাট্রিক পর্যায়ে তা বাড়ে ₹২৫,০০০–₹৩৫,০০০ পর্যন্ত। স্নাতক পর্যায়ে এই অঙ্ক দাঁড়ায় ₹৩৫,০০০–₹৪২,০০০, আর স্নাতকোত্তর স্তরে সর্বোচ্চ ₹৪৮,০০০ পর্যন্ত দেওয়া হয়।

এই স্টাইপেন্ডের মধ্যে টিউশন ফি, হোস্টেল খরচ, বইয়ের দাম, পরীক্ষার ফি ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। ফলে পুরো কোর্সে পড়ুয়ার আর আলাদা করে কোনও অর্থ খরচ করার প্রয়োজন হয় না।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

কে পাবেন এই স্কলারশিপ?

এই স্কলারশিপের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা রয়েছে—

  • আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে
  • বয়স হতে হবে ৩০ বছরের নিচে
  • সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে
  • পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর থাকতে হবে
  • SC/ST/OBC হিসাবে বৈধ জাতিগত শংসাপত্র থাকতে হবে
  • পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে (সাধারণত ২.৫ লক্ষ টাকার নিচে)

আবেদন করবেন কীভাবে?

  • এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে অনলাইনে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল-এ গিয়ে।
  • প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে
  • তারপর সমস্ত প্রয়োজনীয় তথ্য (ব্যক্তিগত, একাডেমিক, ব্যাংক অ্যাকাউন্ট) সঠিকভাবে দিতে হবে
  • স্ক্যান করে আপলোড করতে হবে মার্কশিট, ভর্তি প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র এবং ব্যাঙ্কের বিবরণ
  • সবশেষে সাবমিট করে আবেদন সম্পূর্ণ করতে হবে

প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে?

আবেদনের সময় এই কাগজপত্র লাগবে—

  • আধার কার্ড
  • স্কুল/কলেজের মার্কশিট
  • ভর্তি সংক্রান্ত প্রমাণপত্র
  • জাতিগত শংসাপত্র (SC/ST/OBC)
  • ব্যাংকের পাসবুকের কপি
  • পাসপোর্ট সাইজ ছবি

SC/ST/OBC ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ প্রকল্প যেন আশীর্বাদ। অর্থের অভাবে আর থেমে থাকতে হবে না পড়ুয়াদের। সঠিক নিয়মে আবেদন করলে নিশ্চিতভাবেই পাওয়া যাবে এই সহায়তা। তাই দেরি না করে আজই স্কলারশিপের জন্য আবেদন করুন এবং আপনার ভবিষ্যতের দিকে আরও এক ধাপ এগিয়ে যান।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।