সপ্তাহের শেষ কর্মদিবস শুক্রবার, আর এই দিনে ভাগ্য কাকে কতটা সঙ্গ দেবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই। কোনও রাশির জীবনে আসতে চলেছে প্রেমের টানাপোড়েন, আবার কেউ নতুন রোজগারের পথ খুঁজে পাবেন আজ। এক নজরে দেখে নিন মেষ থেকে কন্যা—শুক্রবার কেমন যাবে আপনার দিন।
মেষ রাশি
সকালের শুরুটাই হবে ইতিবাচক। কাজের জায়গায় মিলবে সাফল্য, আর অর্থপ্রাপ্তির সম্ভাবনাও থাকবে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। প্রেমেও আসবে আনন্দ। মা-র সঙ্গে অন্তরঙ্গ আলাপ হতে পারে।
বৃষ রাশি
দিনটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। খরচ বাড়বে, তাই অর্থব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অফিসে সহকর্মীদের সাহায্যে ভালো ফল পেতে পারেন। প্রেম নিয়ে বিশেষ আলোচনা হতে পারে সঙ্গীর সঙ্গে।
মিথুন রাশি
বিবাহিত জীবনে অশান্তি দেখা দিতে পারে। প্রেমে ভাঙনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে কর্মক্ষেত্রে আপনি নজর কাড়বেন আপনার কঠোর পরিশ্রমে। মানসিকভাবে চাঙ্গা থাকবেন।
কর্কট রাশি
দিনটা ভাগ্যবিহীন মনে হতে পারে। অন্যদের সঙ্গে আচরণে সংযম জরুরি। না হলে পরিস্থিতি খারাপ হতে পারে। প্রেমের সম্পর্ক কিছুটা দুর্বল হতে পারে। শারীরিকভাবে দুর্বলতা অনুভব করবেন।
সিংহ রাশি
আজ আপনার কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে। খরচের দিকটাও থাকবে নিয়ন্ত্রণে। পরিবারের সঙ্গে শান্তিপূর্ণ সময় কাটবে। তবে একজন বয়স্ক আত্মীয়র শারীরিক অসুস্থতা ভাবাবে।
কন্যা রাশি
আজ কাজে সাফল্য পাবেন। নতুন উদ্যোগের জন্য অনুকূল সময়। প্রেমিক বা সঙ্গীর সঙ্গে বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। পরিবারে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। বয়স্কদের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে।
তুলা রাশি
আজকের দিনটা মিশ্রভাবে কাটবে। কাজের জায়গায় নতুন দায়িত্ব আসতে পারে, যেটা আপনি ভালোভাবে সামলাতে পারবেন। তবে আর্থিক দিক থেকে কিছুটা চাপ থাকবে। সঙ্গীর সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। ধৈর্য ধরুন ও খোলামেলা কথা বলুন। স্বাস্থ্য ভালো থাকবে।
বৃশ্চিক রাশি
আজ আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার পাশে থাকবেন। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক জীবনে খুশির খবর আসতে পারে। তবে স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকা ভালো, বিশেষ করে গ্যাস-অম্বলের সমস্যা হতে পারে।
ধনু রাশি
আজ ভ্রমণের যোগ রয়েছে। কাজের জন্য বাইরে যেতে হতে পারে এবং তা লাভজনক হবে। প্রেমিক বা সঙ্গীর সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে, তাই সময় দিন সম্পর্ককে। কোনও পুরনো বন্ধু বা আত্মীয়র সঙ্গে দেখা হতে পারে। স্বাস্থ্য স্থিতিশীল থাকবে।
মকর রাশি
দিনটি ব্যস্ততায় ভরা থাকবে। কাজের চাপ বাড়লেও আপনি দক্ষতার সঙ্গে সামলাতে পারবেন। অর্থ উপার্জনের নতুন রাস্তা খুলতে পারে। প্রেমের সম্পর্কে স্থিরতা আসবে। মাথা ঠান্ডা রেখে কাজ করলে লাভ হবে। পেটের সমস্যা থেকে সতর্ক থাকুন।
কুম্ভ রাশি
দিনটা আপনার পক্ষে বিশেষ শুভ। পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটবে। দাম্পত্য জীবন সুখের হবে। কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত রয়েছে। যাঁরা ব্যবসা করছেন তাঁদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে। শরীর-মন দুই ভালো থাকবে।
মীন রাশি
আজ আপনি মানসিকভাবে কিছুটা চাপের মধ্যে থাকবেন। আত্মবিশ্বাস হারাবেন না। ধৈর্য ধরলে সমস্যা কেটে যাবে। অর্থ নিয়ে দুশ্চিন্তা কমবে বিকেলের পর। প্রেমের সম্পর্কে নতুন রোমাঞ্চ আসবে। যাঁরা পরীক্ষা বা ইন্টারভিউ দিচ্ছেন, তাঁদের জন্য শুভ সময়।