গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছে রাজ্যের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও আজ বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোথাও কোথাও তা বেড়ে গিয়ে ৫০ কিমি প্রতিঘণ্টাও হতে পারে। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল রবিবারও কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া। তবে সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলে আবহাওয়া সূত্রে খবর। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে গরমের দাপট বাড়তে পারে।
আরোও পড়ুনঃ দিল্লিতে মে মাসে রেকর্ড বৃষ্টি! ১৯০১ সালের রেকর্ড ভাঙল একদিনের বর্ষণ
আজ উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমির বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা।