হঠাৎ করেই ঝমঝমিয়ে নামল বৃষ্টি। শুক্রবার সকালে রাজধানী দিল্লির একাধিক অঞ্চলে দেখা গেল রীতিমতো বর্ষার চেহারা। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের (IMD) তথ্য বলছে, আজ সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত দিল্লিতে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মে মাসে এটিই দ্বিতীয় সর্বোচ্চ ২৪ ঘণ্টার বৃষ্টির রেকর্ড, ১৯০১ সালের পর।
এই তালিকায় শীর্ষে রয়েছে ২০২১ সালের ২০ মে-র বৃষ্টি। সেদিন দিল্লিতে একদিনে বৃষ্টি হয়েছিল ১১৯.৩ মিলিমিটার। আচমকা এই বৃষ্টিতে শহরের নানা জায়গায় জল জমে যায়। অফিস টাইমে রাস্তাঘাটে যানজট তৈরি হয়। ট্র্যাফিক ব্যবস্থাও চাপের মুখে পড়ে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ও পূর্ব দিক থেকে আসা জলীয় বাষ্পের কারণে এই ধরনের বৃষ্টিপাত হয়েছে। এমন পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে বলেই ইঙ্গিত দিয়েছে IMD।
আরোও পড়ুনঃ কালবৈশাখীর তাণ্ডবে শীতল রাজ্য! রকেটের গতিতে নামছে তাপমাত্রা— জানুন আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট
উল্লেখ্য, পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দিল্লি ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। তাই প্রয়োজনে বাইরে বেরোলে সঙ্গে ছাতা বা রেইনকোট রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।