ভারত সরকার পাকিস্তানের সাথে সব ধরনের ইনবাউন্ড মেইল ও পার্সেল আদান-প্রদান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। যোগাযোগ মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পাকিস্তান থেকে ভারতে আসা সমস্ত মেইল ও পার্সেল এখন থেকে আর এয়ার বা সড়ক পথে পরিবহণ করা হবে না।
পাকিস্তান থেকে ভারতে আসবে না মেইল বা পার্সেল
ভারত-পাকিস্তান সম্পর্কের তিক্ততায় নতুন মাত্রা যোগ করেছে এই সিদ্ধান্ত। গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে নানা বিরোধ এবং রাজনৈতিক উত্তেজনার কারণে, এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে পাকিস্তান থেকে কোনো ধরনের মেইল বা পার্সেল ভারতে আসবে না, যা দুই দেশের পোস্টাল সার্ভিসের ওপর চাপ তৈরি করবে।
আরোও পড়ুনঃ পহেলগাঁও হামলার সন্দেহভাজনরা শ্রীলঙ্কা যাচ্ছেন? কলম্বো এয়ারপোর্টে তল্লাশি অভিযান
সরকার এখনও এই স্থগিতাদেশের কারণ বা এর সময়কাল সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি, তবে এটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিক্রিয়া হিসেবেই দেখা হচ্ছে। দুই দেশের মধ্যে যোগাযোগের এই নতুন বাধা সম্পর্কের আরও খারাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।