TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

পহেলগাঁও হামলার সন্দেহভাজনরা শ্রীলঙ্কা যাচ্ছেন? কলম্বো এয়ারপোর্টে তল্লাশি অভিযান

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। এটি ২০১৯ সালের পর কাশ্মীরে…

Debapriya Nandi Sarkar

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। এটি ২০১৯ সালের পর কাশ্মীরে ঘটে যাওয়া সবচেয়ে বড় হামলা। এই হামলার সাথে জড়িত সন্দেহভাজনদের শ্রীলঙ্কায় পালানোর খবর পাওয়া গেছে, যার পর শ্রীলঙ্কা পুলিশ বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

ভারত সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা শ্রীলঙ্কা কর্তৃপক্ষকে

ভারত সরকারের পক্ষ থেকে শ্রীলঙ্কা কর্তৃপক্ষকে একটি সতর্কবার্তা পাঠানো হয়, যার পর কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী একটি ফ্লাইটে তল্লাশি চালায়। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইট UL 122, যা চেন্নাই থেকে কলম্বো আসছিল, তাতে এই তল্লাশি চালানো হয়। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্লাইটটি বিশেষ নিরাপত্তা পরিদর্শনের মধ্যে পড়েছিল, কারণ ওই ফ্লাইটে একজন সন্দেহভাজন যাত্রী ছিলেন, যাকে ভারতীয় কর্তৃপক্ষ চিহ্নিত করেছে।

সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈবার দায় স্বীকার

পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈবা (LeT)-এর প্রোক্সি ‘দ্য রেজিস্টেন্স ফ্রন্ট’ (TRF)। তদন্তে জানা গেছে, হামলার মূল অপরাধী ছিল পাকিস্তান সেনাবাহিনীর এক প্রাক্তন কমান্ডো, যিনি এই হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

আরোও পড়ুনঃ জেলের মধ্যেই ধর্ষণ প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে! রিপোর্ট ঘিরে তুঙ্গে বিতর্ক,পড়ুন বিস্তারিত

হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে দিয়েছে এবং বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ইন্দুস জলচুক্তি স্থগিত এবং আত্তারি স্থলবন্দর বন্ধ করা রয়েছে। এই মুহূর্তে সন্দেহভাজনদের ধরার জন্য ভারত ও শ্রীলঙ্কার যৌথ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।