আজকের দিনটা আপনার কেমন যাবে? রাশি অনুযায়ী কি কোনও বড় পরিবর্তন অপেক্ষা করে আছে আপনার জীবনে? প্রেম, পেশা, পরিবার, স্বাস্থ্য—সব কিছুতেই আজকের গ্রহ-নক্ষত্রের অবস্থান কোনও না কোনও ইঙ্গিত দিচ্ছে। কারও জীবনে আসতে পারে নতুন সুযোগ, কারও সামনে উঠে আসতে পারে পুরনো সমস্যার সমাধান। তাই দিনের শুরুতেই দেখে নিন রাশিফল, যাতে আপনি আগেভাগেই তৈরি থাকতে পারেন জীবনের মোড় ঘোরানো কোনও ঘটনার জন্য।
মেষ (Aries)
আজ আপনার মধ্যে একটা অন্যরকম আত্মবিশ্বাস থাকবে। কাজের জায়গায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে গড়িমসি করলে সুযোগ হাতছাড়া হতে পারে।
বৃষ (Taurus)
অল্পবিস্তর মানসিক চাপের সম্ভাবনা থাকলেও পরিবারের কারও সঙ্গে একটা আবেগঘন মুহূর্ত মন ভালো করে দিতে পারে। আজ নিজের কথা একটু শুনুন।
মিথুন (Gemini)
বন্ধু বা সহকর্মীর কেউ আজ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। দিনের দ্বিতীয়ার্ধে ভালো কোনও খবর আসার ইঙ্গিত রয়েছে।
কর্কট (Cancer)
আজ একটু চুপচাপ থাকতে ইচ্ছে করবে। অতীতের কিছু কথা মন ভারি করতে পারে। তবে সন্ধ্যায় কাছের কেউ আপনাকে চমকে দিতে পারে।
সিংহ (Leo)
আত্মপ্রকাশের জন্য আজ দিনটা আদর্শ। নিজের প্রতিভা দেখানোর সুযোগ হাতছাড়া করবেন না। কেউ আপনাকে গোপনে লক্ষ্য রাখছে!
কন্যা (Virgo)
পরিকল্পনায় স্থায়িত্ব আনতে হবে। হঠাৎ কেউ পরামর্শ দিতে পারে, সেটা কাজে লেগে যাবে। অতিরিক্ত ভাবনার দরকার নেই।
তুলা (Libra)
সম্পর্কে ভারসাম্য রক্ষা করতে আজ আপনাকে আরও সংবেদনশীল হতে হবে। ভুল বোঝাবুঝি হলে মুখোমুখি কথা বলুন। প্রেমে চমক।
বৃশ্চিক (Scorpio)
আত্মবিশ্বাস ফিরে আসছে। যেটা কিছুদিন ধরে আটকে ছিল, আজ সেটা এগোতে শুরু করবে। সন্ধ্যায় একটা পুরনো বন্ধুর ফোন আসতে পারে।
ধনু (Sagittarius)
আজ ভাগ্য আপনার পক্ষে কাজ করছে। যাত্রা, পরীক্ষা বা কোনো লেনদেনে সুফল পাবেন। তবে অতিরিক্ত উচ্ছ্বাসে ভেসে যাবেন না।
মকর (Capricorn)
নিজের ইচ্ছেগুলোর সঙ্গে আজ সময়টা মিলিয়ে যাবে। কাজের জায়গায় সম্মান বাড়বে, তবে বাড়ির কারও মন খারাপ করতে পারেন।
কুম্ভ (Aquarius)
আজ আপনার চিন্তাভাবনায় একটা নতুন দরজা খুলে যেতে পারে। কেউ হয়তো দীর্ঘদিন পরে ফিরে আসবে জীবনে।
মীন (Pisces)
আত্মবিশ্বাস বাড়লেও কোথাও না কোথাও একটু দ্বিধা থাকবে। কাজের জায়গায় প্রশংসা মিলবে, তবে মনে হবে কিছু এখনও অপূর্ণ।