আজ ২৫ মে ২০২৫, রোববার, একেকটা রাশির জন্য দিনটা একেক রকমের বার্তা নিয়ে আসছে। কেউ পাবেন নতুন সুযোগের দরজা খুলে যাওয়ার ইঙ্গিত, আবার কেউ পড়বেন সম্পর্কের টানাপোড়েনে। কোনও রাশির জাতকের ভাগ্যে থাকছে আর্থিক লাভ, তো কারও সামনে দাঁড়িয়ে থাকতে পারে সিদ্ধান্তের বড় চ্যালেঞ্জ। আপনার ভাগ্যে আজ কি আছে? আসুন জেনে নিন —
মেষ (ARIES)
দিনটা শুরু হতে পারে কিছুটা চাপে, বিশেষ করে অফিসের কাজ নিয়ে। তবে বিকেলের দিকে পরিস্থিতি হালকা হবে। আত্মবিশ্বাস ধরে রাখুন, কাজের জায়গায় কৃতিত্ব পাবেন।
বৃষ (TAURUS)
আজকে হঠাৎ করেই কিছু ভালো খবর পেতে পারেন। যাদের চাকরি খোঁজার চেষ্টা চলছে, তারা সাফল্যের দিকে এগোবেন। প্রেমজ জীবনেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত আছে।
মিথুন (GEMINI)
চিন্তা-ভাবনায় জড়িয়ে পড়বেন আজ। বিশেষ করে পারিবারিক কিছু বিষয় মন খারাপ করতে পারে। তবু শেষ পর্যন্ত আপনি সব সামলে নেবেন—এটাই আপনার শক্তি।
কর্কট (CANCER)
অর্থনৈতিক দিক থেকে দিনটি শুভ। পুরনো কোনও লেনদেন থেকে টাকা ফেরত পেতে পারেন। দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হলেও দিনের শেষে সমাধান হবে।
সিংহ (LEO)
আজকের দিনটা আপনাকে নতুন কিছু শেখাবে। কাজের জায়গায় কিছু চ্যালেঞ্জ আসবে, কিন্তু আপনি সেগুলোকে সাফল্যের সঙ্গে মোকাবিলা করবেন। নতুন সুযোগের দ্বার খুলতে চলেছে।
কন্যা (VIRGO)
সতর্ক থাকুন। বিশেষ করে আর্থিক বিনিয়োগ ও বন্ধুদের সঙ্গে কথাবার্তায়। কাউকে খুব দ্রুত বিশ্বাস না করাই ভালো। নিজের অনুভূতিকে গুরুত্ব দিন।
তুলা (LIBRA)
আপনার চেনা কেউ আজ সাহায্য করতে এগিয়ে আসবে। মানসিক শান্তি পেতে পারেন। প্রেমজ জীবনে ছোটখাটো খুশির মুহূর্ত আসতে পারে।
বৃশ্চিক (SCORPIO)
চাকরি বা ব্যবসা—দুটিতেই আজ উন্নতির ইঙ্গিত। তবে অহংকার না করাই ভালো। নিজের কাজ করে যান চুপচাপ, ফল আপনাকে পেতেই হবে।
ধনু (SAGITTARIUS)
আজ আপনার চারপাশে কিছু নাটকীয় ঘটনা ঘটতে পারে। আত্মীয় বা বন্ধুরা কারও কারও সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু আপনি ঠিক সামলে নেবেন।
মকর (CAPRICORN)
পরিশ্রমের ফল আজ হাতে পাবেন। অফিসে কারও সহযোগিতা মনের মতো হবে। আর্থিক দিকেও আজকের দিনটা কিছুটা স্বস্তিদায়ক।
কুম্ভ (AQUARIUS)
বুঝেশুনে কথা বলুন, কারণ আজ কথার ভুল ব্যাখ্যা হতে পারে। বিশেষ করে কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক নিয়ে সতর্ক থাকুন। সন্ধ্যের পর ভাগ্য কিছুটা সহায় হতে পারে।
মীন (PISCES)
আজ মন অনেক বেশি আবেগপ্রবণ থাকবে। অতীত নিয়ে ভাবতে থাকলে কাজের ক্ষতি হতে পারে। নিজের লক্ষ্য ঠিক রাখুন, অন্য কিছুতেই মাথা গরম না করাই ভালো।