রাশিচক্র বলছে, ১লা জুন এমন একটি দিন, যেদিন অনেকের জীবনে খুলে যেতে পারে নতুন দরজা, আবার কেউ কেউ পড়তে পারেন ভাবনার জালে। আপনার রাশিতে আজ কোন ভুবনের বাতাস বইবে—ভালোবাসার? অর্থের? নাকি আত্মউন্নতির? দেখে নিন, আপনার ভাগ্য আজ কী বলছে…
মেষ রাশি
আজ আপনার কর্মক্ষেত্রে আশ্চর্যজনক কিছু ঘটতে পারে। যাদের সঙ্গে আপনার আগে বিবাদ হয়েছিল, তারাই আজ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। প্রেমে একটু ঝুঁকি নিলেই মিলবে চমকপ্রদ ফল।
বৃষ রাশি
অর্থনৈতিক দিক আজ অত্যন্ত শুভ। পুরোনো কোনো বিনিয়োগ আজ ফল দিতে পারে। পরিবারে কারও সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে, সেটা আজ মিটে যেতে পারে এক ছোট্ট উদ্যোগে।
মিথুন রাশি
মনের কথা কাউকে বললে হালকা লাগবে। কিন্তু কাকে বলছেন, সেটা বুঝে বলুন। আজ ভ্রমণের সম্ভাবনা আছে, তবে হঠাৎ কোনো খরচ চাপতে পারে। সাবধান থাকুন।
কর্কট রাশি
আত্মবিশ্বাস বাড়বে। কর্মজীবনে কেউ আপনাকে দেখে অনুপ্রাণিত হবে। সৃজনশীল কাজে মন বসবে। আজ আপনার কথায় ও কাজের মধ্যে থাকবে এক মায়াবী টান।
সিংহ রাশি
নেতৃত্বে আপনি আজও সেরা। তবে অহংকারের কারণে কারও বিরাগভাজন হতে পারেন। প্রিয় মানুষের কাছ থেকে একটি চমকপ্রদ উপহার পেতে পারেন। সন্ধ্যাটা কাটান পরিবারের সঙ্গে।
কন্যা রাশি
দিনটা শুরু হবে কিছুটা দুশ্চিন্তায়, তবে বেলা গড়ালে সব স্বাভাবিক হয়ে যাবে। অতীতের ভুল নিয়ে বেশি ভেবে সময় নষ্ট না করে ভবিষ্যতের পরিকল্পনায় মন দিন।
তুলা রাশি
আজ সৌন্দর্যবোধ ও সৃজনশীলতা তুঙ্গে থাকবে। প্রেমের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। যারা সিঙ্গল, তারা আজ কারও প্রতি আকৃষ্ট হতে পারেন হঠাৎ করেই।
বৃশ্চিক রাশি
আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দু’বার ভাবুন। পুরোনো ঋণ আজ হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। মন হালকা রাখতে মেডিটেশন বা হালকা গান শুনতে পারেন।
ধনু রাশি
আত্মবিশ্বাসে ভরপুর আপনি আজ। কর্মক্ষেত্রে বড় দায়িত্ব আসতে পারে। সৃজনশীল কোনো কাজ আজ আপনাকে প্রচারের আলোয় আনবে। প্রেমে সাবধান থাকুন, অতি প্রত্যাশা থেকে বিরত থাকাই ভালো।
মকর রাশি
বাড়ির পুরোনো কোনো ঝামেলা আবার মাথাচাড়া দিতে পারে। শান্ত থাকুন, বাস্তবতাকে মোকাবিলা করলেই সমাধান আসবে। অফিসে কেউ আপনার দক্ষতার প্রশংসা করবে।
কুম্ভ রাশি
বন্ধুরা আজ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কোনো সিদ্ধান্ত নিতে তাদের পরামর্শ কাজে আসবে। আজ নতুন কিছু শেখার ইচ্ছা হতে পারে—অভিনন্দন, এটা আপনার জন্য শুভ।
মীন রাশি
ভবিষ্যতের স্বপ্ন দেখার আদর্শ দিন। তবে বাস্তবতা থেকে সরে গেলে সমস্যা হতে পারে। অর্থভাগ্য আজ কিছুটা মিশ্র। মন খারাপ থাকলে প্রিয়জনের সঙ্গে সময় কাটান।