সপ্তাহের শেষে ফের একবার রাজ্যের আকাশ মুখভার। আজ রবিবার (৪ঠা মে) পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিকেলের পর থেকে শুরু হতে পারে কালবৈশাখী। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা ও তার সাথে বইতে পারে ঘণ্টায় ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি, তবে কবে থেকে বাড়বে তাপমাত্রা ?
গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে রাজ্যের সর্বত্রই তাপমাত্রা অনেকটাই স্বাভাবিকের নিচে নেমে গিয়েছিল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই দেখা গিয়েছিল হালকা ঠান্ডার আমেজ। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই স্বস্তি বেশিদিন থাকছে না। আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। তবে তার আগে, আরও কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে রাজ্যে।
আজ কোন কোন জেলায় ঝড়-বৃষ্টির প্রভাব?
আজ দক্ষিণবঙ্গের যেসব জেলাগুলিতে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম। এই জেলাগুলিতে বিকেলের পর যেকোনো সময় ঝড়-বৃষ্টি শুরু হতে পারে। সঙ্গে থাকবে বজ্রপাত।
৮ মে পর্যন্ত চলবে এই ঝড়-বৃষ্টির ধারা
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে এই ঝড়-বৃষ্টির পরিস্থিতি চলবে আগামী ৮ মে পর্যন্ত। প্রতিদিন বিকেল ও সন্ধ্যার দিকে কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে। তাই বাইরে বের হলে ছাতা কিংবা রেইনকোট রাখাই শ্রেয়। ঝোড়ো হাওয়ার কারণে গাছ পড়া, বৈদ্যুতিক গোলযোগ বা ট্র্যাফিক জ্যামের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরোও পড়ুনঃ প্রেম না প্রলোভন? ব্যবসায় লাভ না লস? এক ক্লিকে জেনে নিন আপনার আজকের রাশিফল
সতর্কবার্তা
রাজ্যবাসীকে এই কয়েকদিন আবহাওয়ার আপডেট নজরে রাখতে বলা হয়েছে। কৃষকদের ক্ষেতেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, কারণ ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ চাষের ক্ষতি করতে পারে। জনসাধারণের প্রতি অনুরোধ, যতটা সম্ভব সন্ধ্যার পর ঘরের বাইরে না যাওয়ার চেষ্টা করুন।