আজকের দিনটা যেন এক রহস্যের খেলা—কারও জীবনে আসবে ভালোবাসার সুযোগ, তো কেউ পড়তে পারেন ঝামেলার ফাঁদে। কি অপেক্ষা করছে আজকে আপনার ভাগ্যে? আসুন জেনে নিন আপনার আজকের রাশিফল-
মেষ রাশি:
চাকরির দিক থেকে আজকের দিন আপনার জন্য অত্যন্ত শুভ। পদোন্নতির সম্ভাবনা আছে। ধার করা টাকা ফেরত পেতে পারেন। তবে আইনি ঝামেলা বা ট্রাফিক আইন ভাঙা থেকে সতর্ক থাকুন।
বৃষ রাশি:
ভবিষ্যতের লক্ষ্য ঠিক করে এগোলে সাফল্য আসবেই। বাড়িতে কোনও পুজো বা ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। গলার সংক্রমণ এড়াতে সতর্ক থাকুন।
মিথুন রাশি:
কোনও আইনি ঝামেলা থাকলে আজ আপনার পক্ষে রায় আসতে পারে। কিন্তু আপাতত ব্যবসা সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা থেকে দূরে থাকুন। মানসিক চাপের কারণে শারীরিক জটিলতা ও অনিদ্রা দেখা দিতে পারে।
কর্কট রাশি:
যুবক-যুবতীরা আজ তাদের লক্ষ্যে পৌঁছতে সচেষ্ট থাকবে। তবে পারিবারিক অশান্তি বা তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। বাজেট মেনে চলা জরুরি।
সিংহ রাশি:
সন্তানদের ক্যারিয়ার সংক্রান্ত কাজ মিটে যেতে পারে। কাজের প্রতি মনোযোগ দিন, অপ্রয়োজনীয় ঝামেলায় জড়াবেন না। পারিবারিক পরিবেশ ভালোই থাকবে।
কন্যা রাশি:
সিনিয়রদের পরামর্শ মেনে চললে আজ আপনি উপকার পাবেন। তবে কোন কাজে তার পুরো করবেন না সে ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। আজ শরীরটা একটু খারাপ যাবে। সর্দি-কাশি জ্বরে ভুগতে হতে পারেন।
তুলা রাশি:
নতুন কিছু শেখার সুযোগ পাবেন। পরিবারের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিন। ব্যবসায়িক ক্ষেত্রে অন্যের হস্তক্ষেপে জটিলতা তৈরি হতে পারে।
বৃশ্চিক রাশি:
নতুন কিছু শুরু করতে চাইলে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত অনুকূল। আজ সম্পর্কের টানাপোড়েন কিছুটা কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর থাকবে।
ধনু রাশি:
আত্মবিশ্বাস থাকলে কাজ সহজেই শেষ হবে। নিজের কাজ অন্যের ঘাড়ে না চাপিয়ে নিজের কাজ নিজেই শেষ করুন। ছাত্রছাত্রীরা পড়াশোনায় মন দিন।
মকর রাশি:
চাকরি বা সাক্ষাৎকারে সাফল্যের সম্ভাবনা আছে। বন্ধু বা কাছের কারও সম্পর্কে কোনও খারাপ খবর পেয়ে মন খারাপ হতে পারে। তবে পারিবারিক পরিবেশ ভালো থাকবে।
আরোও পড়ুনঃ পোস্টাল যুদ্ধ শুরু! কাটা পড়ল ভারত-পাকিস্তান পোস্টাল লাইন, বিস্তারিত পড়ুন
কুম্ভ রাশি:
জমি কেনা-বেচার ব্যাপারে সময়টা ইতিবাচক। নেতিবাচক চিন্তাভাবনা করার অভ্যাস ছাড়ার চেষ্টা করুন। রাগের মাথায় সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
মীন রাশি:
প্রেম-সম্পর্কে ভালো সময়। পেটের সমস্যা এড়াতে পুষ্টিকর খাবার খান। তবে ব্যক্তিগত জীবনের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে দূরে থাকুন।