আজকের দিনটা কেমন কাটবে, তা নির্ভর করে আপনার মনোভাব, সিদ্ধান্ত আর একটু সচেতনতায়। চলুন, এক নজরে দেখে নিই রাশির ভিত্তিতে আজকের দিনটি আপনার জন্য কী নিয়ে এসেছে।
মেষ রাশি:
আজ আপনি একটু ফুরফুরে মেজাজে থাকবেন। কাজের চাপ থাকলেও সেটা খুব একটা গায়ে লাগবে না। তবে কারও সঙ্গে ঠাট্টা করতে গিয়ে যেন ভুল বোঝাবুঝি না হয় — কথায় একটু বুঝে বলুন। বিকেলের দিকে নিজের জন্য একটু সময় রাখলে ভালো লাগবে।
বৃষ রাশি:
সকালে ঘুম ভাঙতেই মনে হবে, আজ কিছু একটা নতুন হতে চলেছে। হয়তো কোনও পুরনো বন্ধু ফোন করবে, বা হঠাৎ একটা ছোট ভ্রমণের প্ল্যান তৈরি হবে। টাকা-পয়সা নিয়ে আজ একটু হিসেব করে চললে পরে উপকার হবে।
মিথুন রাশি:
আজ আপনার মাথায় নানা চিন্তা ঘুরবে, কিন্তু একসঙ্গে সব ভাবলে জট পাকাবে। যেটা দরকারি, সেটা আগে করুন। আর, নিজের মনমতো কিছু একটা করুন — পছন্দের গান শোনা হোক বা পুরনো একটা সিনেমা দেখা, মনটা হালকা লাগবে।
কর্কট রাশি:
আপনার ধৈর্যের আজ একটু পরীক্ষা হতে পারে। কাছের কেউ হয়তো আপনার ওপর নির্ভর করতে চাইবে — সাধ্যমতো পাশে থাকলে মনটা শান্ত থাকবে। খাবার নিয়ে আজ একটু সাবধানে থাকুন, বাইরের খাবার এড়িয়ে চলাই ভালো।
সিংহ রাশি:
আজ আপনি খুবই আত্মবিশ্বাসী থাকবেন। যেটা করবেন, সেটা মন দিয়ে করবেন — ফলে সবার নজরও থাকবে আপনার ওপর। প্রেম বা সম্পর্ক নিয়ে কোনও ভুল বোঝাবুঝি থাকলে আজ মিটিয়ে নিতে পারবেন।
কন্যা রাশি:
আজ আপনি খুব গুছিয়ে চলবেন। যেটা ঠিক মনে হবে, সেটাই করবেন — আর তাতেই আপনি এগিয়ে যাবেন। শরীর নিয়ে চিন্তার কিছু নেই, তবে সারা দিন কাজের মাঝে একটু বিশ্রাম নিতে ভুলবেন না।
তুলা রাশি:
মনটা আজ একটু দোদুল্যমান থাকবে। কিছু পুরনো স্মৃতি মনে পড়ে মনটা ভার হয়ে যেতে পারে। নিজেকে ভুলিয়ে রাখার জন্য আজ নতুন কিছু পড়া বা লেখার চেষ্টা করুন। বিকেলের দিকে কারও সঙ্গে খোলামেলা কথা বললে ভালো লাগবে।
বৃশ্চিক রাশি:
আজ আপনি অন্যদের থেকে একটু বেশি শক্ত থাকবেন। যেটা বলা দরকার, সেটা সোজা বলবেন — তাতে কারও মন খারাপ হলেও আপনি নিজের জায়গায় ঠিক থাকবেন। কারও সঙ্গে পুরনো কোনও বিষয়ে আজ নতুন আলোচনার সুযোগ আসতে পারে।
ধনু রাশি:
আজ মনটা একটু ঘুরে বেড়াতে চাইবে। যেখানেই যান, নিজের মতো করে একটু সময় কাটানোর চেষ্টা করুন। সঙ্গীর সঙ্গে সময় কাটালে মনটা ভালো হবে। দিনের শেষে এক কাপ চা বা কফির সঙ্গে কিছুক্ষণ নিরিবিলি বসে থাকুন।
মকর রাশি:
আপনার দায়িত্ববোধ আজ অনেকটা বেড়ে যাবে। সবাই আপনার ওপর ভরসা করবে। কিন্তু নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন — টানা কাজ করলে ক্লান্তি আসবেই। আজ একটানা কাজ না করে মাঝে মাঝে একটু বিশ্রাম নিন।
কুম্ভ রাশি:
আজ আপনাকে একটু হিসেব করে চলতে হবে। কেউ আপনার থেকে সাহায্য চাইতে পারে, কিন্তু আপনি যদি না পারেন, সেটা স্পষ্টভাবে বলে দিন। নিজের কাজটা আগে সামলে নিতে হবে, তারপর অন্যের দিকে তাকান।
মীন রাশি:
আজ দিনটা বেশ শান্তিপূর্ণ যাবে। কোথাও কোনও তাড়া নেই, ঝগড়াঝাঁটিও নেই — আপনি নিজের মতো করে দিনটা কাটাতে পারবেন। বিকেলের দিকে হালকা মনের কোনও কথা কাছের কাউকে বলতে পারেন — মনটা আরও হালকা লাগবে।