আজ শুক্রবার। বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ বৈশাখ মাসের শুক্লা পঞ্চমী তিথি। সকাল ৯টা ১৪ মিনিটের পর থেকে ষষ্ঠী শুরু হবে। দিনভর সুকর্ম ও ধৃতি যোগের প্রভাব থাকবে। আজ আর্দ্রা ও পুনর্বসু—এই দুটি নক্ষত্রের প্রভাব দেখা যাবে। চাঁদ আজ মিথুন রাশিতে, আর সূর্য অবস্থান করছে মেষে। হিন্দু শাস্ত্র অনুযায়ী, শুক্রবার মা লক্ষ্মীর দিন—তাই কিছু রাশির জাতকদের জন্য দিনটা হতে পারে খুবই শুভ, আবার কিছু রাশিকে থাকতে হবে একটু সতর্ক।চলুন দেখে নেওয়া যাক কোন রাশির কেমন যাবে আজকের দিন—
মেষ রাশিঃ
অন্য কারও জন্য দুর্বলতা দেখালে ঠকতে পারেন। কাজের জায়গায় বেশি খাটুনির পর ফল মিলবে। জমিজমা সংক্রান্ত ব্যবসায় লাভ হবে। তবে খরচ আর শত্রুর চাপ একটু বাড়তে পারে।
বৃষ রাশিঃ
অর্থনৈতিক দিক ভালো যাবে। পড়াশোনা বা উচ্চশিক্ষায় এগোনোর সম্ভাবনা। শরীরে কিছু সমস্যা (দাঁত, গলা, পেট) হতে পারে। সন্তানের শরীর নিয়ে দুশ্চিন্তা থাকবে।
মিথুন রাশিঃ
কোনো প্রিয় বন্ধুর কারণে লাভ হবে। পড়াশোনায় মন বসবে না। সহকর্মীর ব্যবহারে বিরক্তি আসবে। বিদেশ সংক্রান্ত ব্যবসায় লাভবান হবেন।
কর্কট রাশিঃ
কাজে বাড়তি চাপ থাকবে, কিন্তু লাভও হবে। পুরনো পারিবারিক সমস্যা মিটতে পারে। ভ্রমণ বা ট্যুরিজম ব্যবসায় লাভের যোগ। সরলতাকে কেউ ব্যবহার করতে পারে।
সিংহ রাশিঃ
আয়-ব্যয়ের দিকে নজর রাখুন। সন্তানের সাফল্যে খুশি হবেন। শরীরে অসুবিধা হলে চিকিৎসা নিন। পার্টনারশিপ ব্যবসায় ঝুঁকি রয়েছে।
কন্যা রাশিঃ
পাওনা টাকা পেতে দেরি হবে। নতুন কোনো বিনিয়োগ না করাই ভালো। ঝগড়া-বিবাদ এড়িয়ে চলুন। হজমে সমস্যা হতে পারে।
তুলা রাশিঃ
সব কিছুতে একটু সাবধান থাকা দরকার। প্রতিবেশীর কারণে সমস্যা হতে পারে। দাম্পত্য জীবনে মতভেদ আসতে পারে। তবে নতুন কাজের সুযোগও আসতে পারে।
বৃশ্চিক রাশিঃ
কর্মজীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা। ব্যবসায় লাভ হলেও নিচের স্তরের কর্মচারীদের থেকে ক্ষতির আশঙ্কা। পুরনো কেউ সুখবর দিতে পারে।
ধনু রাশিঃ
খরচ কিছুটা কমবে। স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে। গুরুজনদের সঙ্গে মতভেদ তৈরি হতে পারে। অফিসে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সাবধান থাকতে হবে।
মকর রাশিঃ
ব্যবসায় কোনও সিদ্ধান্ত ভুল হতে পারে। আত্মীয়দের সঙ্গে বিরোধ আসতে পারে। পুরনো বাতিল চুক্তি আবার শুরু হতে পারে। খরচ বাড়বে।
কুম্ভ রাশিঃ
সঞ্চিত টাকা খরচ হয়ে যেতে পারে। বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। পরিবারের মধ্যে তিক্ততা আসতে পারে। গুরুজনের স্বাস্থ্য চিন্তার কারণ।
মীন রাশিঃ
ঠান্ডা লাগা বা ভাইরাল সমস্যা হতে পারে। ব্যবসায়ে সমস্যার মুখোমুখি হতে পারেন। পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা আছে। পরিচিত কেউ অচেনা রূপে ধরা দিতে পারে।