TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

১০,৪০০ কোটি টাকার চাকরি? সঙ্গে বোনাস! বললেন ‘না’! কারণ শুনলে চমকে যাবেন আপনিও

বিশ্বের এক শীর্ষস্থানীয় টেক সংস্থা, যার নেতৃত্বে রয়েছেন মার্ক জাকারবার্গ, প্রস্তাব দিয়েছিল চোখধাঁধানো একটি চাকরি। বেতন? প্রায় ₹১০,৪০০ কোটি টাকা,…

বিশ্বের এক শীর্ষস্থানীয় টেক সংস্থা, যার নেতৃত্বে রয়েছেন মার্ক জাকারবার্গ, প্রস্তাব দিয়েছিল চোখধাঁধানো একটি চাকরি। বেতন? প্রায় ₹১০,৪০০ কোটি টাকা, তাতে আলাদা করে ছিল আকর্ষণীয় বোনাসও। কিন্তু সেই মোহ কাটিয়ে, AI গবেষক ড্যানিয়েল ফ্রান্সিস জানিয়ে দিলেন স্পষ্ট ‘না’। এই সিদ্ধান্ত চমকে দিয়েছে প্রযুক্তি দুনিয়াকে। যখন অধিকাংশ মানুষ এমন প্রস্তাবে সাড়া দিতে মুহূর্তও নেয় না, তখন ড্যানিয়েলের এই সিদ্ধান্ত এক অন্য নজির তৈরি করেছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

কে এই ড্যানিয়েল ফ্রান্সিস?

ড্যানিয়েল ফ্রান্সিস একজন বিশিষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) গবেষক এবং একটি AI অ্যালগরিদমভিত্তিক স্টার্টআপের প্রতিষ্ঠাতা। নতুন প্রযুক্তির বিকাশ ও গবেষণার সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত। তাঁর কোম্পানির মূল ফোকাস ছিল উন্নত AI সলিউশন তৈরি করা, যা বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রয়োগ করা যায়।

প্রস্তাবের অঙ্ক শুনলে মাথা ঘুরবে!

বিশ্বের অন্যতম প্রভাবশালী সোশ্যাল মিডিয়া টেক জায়ান্টের তরফ থেকে তাঁকে দেওয়া হয়েছিল ₹১০,৪০০ কোটি টাকার একটি প্রস্তাব। এই বিশাল অঙ্কের মধ্যে ছিল বছরে মোটা বেতনের পাশাপাশি অতিরিক্ত বোনাস ও অন্যান্য সুবিধা। অনেকের কাছেই এমন একটি সুযোগ জীবনের স্বপ্ন।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

তবুও কেন ‘না’?

প্রস্তাবটি গ্রহণ করলে হয়তো জীবনের আর কোনও চিন্তা থাকতো না, কিন্তু ড্যানিয়েল ভিন্ন পথ বেছে নেন। তিনি স্পষ্ট করে জানান, এই প্রস্তাব তাঁর আদর্শ, মূল্যবোধ ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

তাঁর মতে, পেশাদার সাফল্যের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো নিজের ভিশনের সঙ্গে আপস না করা। কাজটি যতই লোভনীয় হোক না কেন, সেটি যদি নিজের আদর্শের সঙ্গে খাপ না খায়, তবে ত্যাগ করাই শ্রেয়।

কেমন প্রতিক্রিয়া মিলেছে?

টেক দুনিয়ায় ড্যানিয়েলের এই সিদ্ধান্তকে ঘিরে নানা প্রতিক্রিয়া উঠে এসেছে। কেউ বলছেন তিনি ভবিষ্যতের প্রতি দায়িত্বশীল, কেউ আবার এটিকে সাহসিকতার নিদর্শন বলেই ব্যাখ্যা করছেন।

এই সিদ্ধান্ত আরও একবার প্রমাণ করল—প্রকৃত নেতারা কেবল টাকার পেছনে ছুটে যান না, তাঁদের নিজের ভিশন ও মিশনের প্রতি থেকেও সমান নিষ্ঠা থাকে। বিশ্ব যখন অর্থের দাপটে ঝুঁকে পড়ে, তখন ড্যানিয়েল ফ্রান্সিস দেখালেন এক নতুন দৃষ্টান্ত। প্রমাণ করলেন, আদর্শ ও মানসিক সচ্ছলতা থাকলে কোটি টাকার প্রলোভনও তুচ্ছ মনে হয়। এই ঘটনা ভবিষ্যতের তরুণ প্রজন্মের জন্য একটি শিক্ষণীয় বার্তা—নিজের লক্ষ্য ও মূল্যবোধ বজায় রাখা সবথেকে বড় সাফল্য।

About Author