আজ বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, দিনটা কারও জন্য হতে পারে স্বপ্নপূরণের, আবার কারও জীবনে ঢুকে পড়তে পারে হতাশার স্রোত। প্রেম, সম্পর্ক, অর্থ কিংবা স্বাস্থ্য—সবকিছুতেই থাকছে চমক। দেখে নিন আজ আপনার রাশি কী বলছে।
মেষ রাশি:
পরিবারে আপনি যেভাবে কর্তৃত্ব দেখান, সেটা আজ ছেড়ে দিন। নরমভাবে কথা বললে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। তবে প্রেমের সম্পর্ক আজ আপনাকে হঠাৎ করেই হতাশ করতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।
বৃষ রাশি:
আজকের দিনটা মিশ্র। প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে না পারায় একাকিত্ব ঘিরে ধরতে পারে। তবে আটকে থাকা কাজ ও অর্থ সংক্রান্ত বিষয়ে আজ এগোনোর সম্ভাবনা আছে। শরীর ভাল থাকবে, তবে বাড়ির কারও সঙ্গে কথা কাটাকাটি এড়িয়ে চলুন।
মিথুন রাশি:
আজ মনটা একটু শান্ত রাখতে চেষ্টা করুন। একান্তে সময় কাটাতে ভালো লাগবে। স্ত্রীর কাছ থেকে পাবেন ভালোবাসার আশ্বাস। পুরনো দেনা-পাওনা পরিশোধ হওয়ায় আর্থিক দিকেও কিছুটা স্বস্তি আসবে।
কর্কট রাশি:
আপনার সহানুভূতি ও আন্তরিকতা সম্পর্কের ভিত মজবুত করবে। পরিবারের কারও সঙ্গে দুর্ব্যবহার করবেন না। প্রিয়জন আজ এমন কিছু বলবে, যা আপনাকে দারুণভাবে নাড়া দেবে। কাজের দিকেও মন দিন।
সিংহ রাশি:
আজ সঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারেন খুব সুন্দর কিছু মুহূর্ত। কিন্তু মানসিক চাপ ও উদ্বেগ আপনার শরীরের ক্ষতি করতে পারে। বিশেষ করে মা বা বাবার স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা হতে পারে।
কন্যা রাশি:
প্রেমের অনুভূতি থাকবে গভীর। তবে সহকর্মীদের সঙ্গে সামঞ্জস্য রেখে চলা দরকার। আজ আপনারা কোনও দূরে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, কিন্তু একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে সম্পর্কের মধ্যে।
তুলা রাশি:
বন্ধুরা আজ কিছুটা সমস্যা তৈরি করতে পারে আর্থিক দিক দিয়ে। পাশের বাড়ির কারও সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আছে। ঠান্ডা মাথায় কথা বলুন, তবেই পরিস্থিতি সামাল দেওয়া যাবে।
বৃশ্চিক রাশি:
প্রিয়জন আজ আপনাকে চমকে দিতে পারে। শরীর-মন দুটোই ভাল থাকবে। তবে পুরনো কোনও ঋণ থাকলে সেটি আজ শোধ করার চাপ আসতে পারে।
ধনু রাশি:
নতুন কোনও পরিকল্পনা বা প্রজেক্ট শুরু করার জন্য খুব ভালো দিন। চারপাশে মানুষজন আপনার ব্যবহার ও কথাবার্তায় মুগ্ধ হবে। সঙ্গী আজ আপনাকে অবাক করে দেবে কোনও মিষ্টি আচরণে।
মকর রাশি:
হঠাৎ কোনও টাকা হাতে পেতে পারেন, যা আপনার কিছু জরুরি খরচ মেটাবে। আজ নতুন পোশাক, নতুন মানুষ কিংবা নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সম্ভাবনা। একটা ভালো পরিবর্তনের ইঙ্গিত।
কুম্ভ রাশি:
আজ প্রেমের ক্ষেত্রে দারুণ একটা সময়। তবে নতুন কোনও পরিকল্পনা নেওয়ার আগে আরও একটু ভেবে নিন। দিনের শেষে বাড়ির সঙ্গে কাটাতে চাইবেন সময়, কিন্তু মনোমালিন্য এড়িয়ে চলাই ভালো।
মীন রাশি:
অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে দূরে থাকুন। তা না হলে মানসিক ও শারীরিকভাবে আপনি দুর্বল হয়ে পড়বেন। খরচের দিকটাও মাথায় রাখুন। তবে পরিবার ও বন্ধুদের কাছ থেকে ভালো সমর্থন পাবেন।