আজকের দিন আপনার জন্য কী বার্তা নিয়ে এসেছে? প্রেম, পেশা, অর্থ, পরিবার—সব দিক সামলে চলতে হলে আগে দেখে নিন আজকের রাশিচক্র কী বলছে। একেক রাশির জন্য রয়েছে একেক সতর্কতা আর সম্ভাবনা।
মেষ রাশি:
আজ আপনি হয়তো কোনও সুন্দরী মহিলার প্রতি আকর্ষণ বোধ করবেন। অফিসে আপনার নম্র ব্যবহার সবার নজরে আসবে, হতে পারে একটা পদোন্নতির ইঙ্গিতও! তবে স্ত্রীর সঙ্গে বাসা পরিবর্তন নিয়ে একটু ঝামেলা হতে পারে। পুরনো কোনও ঋণ মিটে যেতে পারে। বাবার শরীর নিয়ে কিছুটা চিন্তা থাকবে। নিজের কিছু ভুল থেকে অপচয় হতে পারে, তাই নতুন ব্যবসা শুরু করার আগে ভালো করে ভেবে নিন। রাস্তায় কারও সঙ্গে ঝামেলায় জড়াতে পারেন—সতর্ক থাকুন। ভাইয়ের সঙ্গে মতবিরোধের সম্ভাবনাও আছে।
বৃষ রাশি:
আজ খাবারের খরচ একটু বেশি হতে পারে। ভ্রমণে গেলে জিনিস হারানোর সম্ভাবনা, তাই সাবধানে চলুন। ভাইবোনের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে, এমনকি সম্পর্কেও টানাপোড়েন আসতে পারে। তবে শত্রুর সঙ্গেও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে। প্রেমের সম্পর্কে নতুন মোড় আসতে পারে। নতুন ব্যবসার চেষ্টা আজ করতেই পারেন। সারাদিনটা মোটামুটি আনন্দে কাটবে, তবে সব পরামর্শ শুনলেই হবে না—কে আপনার ভাল চায় সেটা বুঝে নিন।
মিথুন রাশি:
সকালের দিকে খরচ বেড়ে যাবে। বয়োজ্যেষ্ঠদের উপদেশে সংসারে শান্তি ফিরে আসতে পারে। কাজের জায়গায় নিজের ভুলে বিপাকে পড়তে পারেন। অন্যের ভাল করতে গিয়ে নিজের ঘরে অশান্তি হতে পারে। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। জমিজমা নিয়ে চিন্তা বাড়বে। চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে। বাড়িতে কোনও শুভ কাজের জন্য খরচ হতে পারে, আইনি কাগজপত্রেও নজর দিতে হতে পারে।
কর্কট রাশি:
ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। নিজের ভুল ঠিক করে নিলে সংসারে শান্তি ফিরবে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। জলপথে ভ্রমণ এড়ানোই ভালো। সমাজে আপনার সম্মান বাড়তে পারে। লটারি বা হঠাৎ কিছু পাওয়ার সম্ভাবনা আছে। চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততা থাকবে। নতুন বাড়ি তৈরির চিন্তা মাথায় আসতে পারে। পিতার সঙ্গে হালকা ঝামেলা হতে পারে, তবে স্ত্রীর সঙ্গে দূরে কোথাও যাওয়ার প্ল্যানও হতে পারে।
সিংহ রাশি:
কাজে ভুল হলে উপরওয়ালার কাছে অপমানিত হতে পারেন, তাই সচেতন থাকুন। স্ত্রীর সাহায্যে ব্যবসায় ভালো কিছু হতে পারে। তৃতীয় কারও কারণে সংসারে দূরত্ব আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে। ভালো কাজ করেও মন খারাপ হতে পারে। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, ফলাফল ভালোই হতে পারে। তবে শারীরিক ক্লান্তি বাড়বে। আইনি ঝামেলায় পড়তে পারেন, তবে বুদ্ধি খাটালে জয় পাবেন। বাবার স্বাস্থ্য ও খরচ—দুটো নিয়েই দুশ্চিন্তা থাকবে।
কন্যা রাশি:
সকাল সকাল মাথাব্যথা শুরু হতে পারে। অফিসে সহকর্মীদের ব্যবহার আপনাকে মানসিকভাবে চাপ দেবে। প্রেমে বিশ্বাসঘাতকতার সম্ভাবনা। স্ত্রীর স্বাধীন মেজাজ নিয়ে অশান্তি হতে পারে। হঠাৎ কোনও পুরনো বন্ধুর দেখা মিলতে পারে। সন্তানের কাজে সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কাউকে নিয়োগ করাটা এখন ঠিক নাও হতে পারে। বন্ধুদের সঙ্গে দেখা করে মনটা হালকা হবে। সহ্যশক্তিই আপনাকে টিকিয়ে রাখবে—অতিরিক্ত কথা বলা এড়িয়ে চলুন।
তুলা রাশি:
আপনার মুখের অপ্রয়োজনীয় কথা নিয়ে অশান্তি হতে পারে। আজ কোনও নতুন সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারেন। প্রতিটা কাজ ভেবেচিন্তে করা দরকার। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। কেউ প্ররোচনা দিলে সেটায় পা দেবেন না। আজ আপনার কোনও ইচ্ছা পূরণ হতে পারে। সকালটা ভালো যাবে, তবে বিকেলে একটু ঝামেলা হতে পারে। সন্তানের প্রতি নজর বাড়াতে হবে। মায়ের সঙ্গে মনোমালিন্যও হতে পারে।
বৃশ্চিক রাশি:
জমিজমা সংক্রান্ত কিছু চাপ আসতে পারে। অফিসে আজ কাজের চাপ বেশি থাকবে। ভুল বোঝাবুঝি থেকে পারিবারিক অশান্তি হতে পারে। বাড়িতে নতুন অতিথি আসার সম্ভাবনা। অতিরিক্ত জেদে নিজেরই ক্ষতি হতে পারে। বেশি লাভের আশায় ঝামেলা এড়ান। পড়াশোনা বা গবেষণায় অগ্রগতি হতে পারে। শত্রুর সঙ্গে আলোচনায় আপনি জিতে যেতে পারেন। শরীর নিয়ে সামান্য কষ্ট থাকতে পারে।
ধনু রাশি:
অতিরিক্ত আশা মানসিক যন্ত্রণা ডেকে আনতে পারে। ব্যবসায় জটিলতা থাকলেও সঞ্চয়ের চেষ্টা করুন। ভ্রমণের প্ল্যানে বাধা আসতে পারে। সম্পত্তির ভাগ নিয়ে সমস্যা হতে পারে। জলপথে বিপদের ইঙ্গিত আছে। আবেগের কারণে কাজের ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। পুরনো অসুস্থতা আবার ফিরে আসতে পারে। খরচ বাড়বে, ব্যবসার দিকেও মন্দা দেখা দিতে পারে।
মকর রাশি:
ভ্রমণের প্ল্যান বাতিল হতে পারে। বাড়িতে খারাপ কোনও খবর আসতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধতে পারে। আইনি কাজ এড়িয়ে চলাই ভালো। ব্যবসার প্রয়োজনে দূরে যেতে হতে পারে। আত্মীয়রাই শত্রু হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে অনেক দিন পর আপনার প্রতিভা প্রকাশ পেতে পারে। ব্যবসায় কোনও ঝামেলা আসতে পারে। পেটের সমস্যা হতে পারে।
কুম্ভ রাশি:
উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার আশঙ্কা—সাবধানে চলুন। প্রিয়জন আঘাত দিতে পারে। তবে বাড়িতে আনন্দের কিছু ঘটবে। ব্যবসায় লাভ বাড়বে। পরিশ্রম অনুযায়ী ফল হয়তো পাবেন না। শিল্পীদের জন্য আজ দিনটা দারুণ। আজ খুব সাবধানে চলুন, মামলা-মোকদ্দমা হতে পারে। গান-বাজনার সঙ্গে যারা জড়িত, তাঁদের জন্য সময় ভালো। আত্মীয়ের বিশ্বাসঘাতকতা কষ্ট দিতে পারে। মিথ্যে অভিযোগে ফাঁসার আশঙ্কা, আর পেটব্যথাও বাড়তে পারে।
মীন রাশি:
সকালে থেকেই মানসিক চাপ বাড়বে। গুরুজন বা গুরুর প্রতি শ্রদ্ধা বাড়তে পারে। অপ্রয়োজনীয় ঝামেলায় জড়িয়ে পড়বেন না। ব্যবসায় উন্নতির চেষ্টা সফল হতে পারে। অর্থ ভাগ্য মোটামুটি থাকবে। প্রেমে হতাশা আসতে পারে—সতর্ক থাকুন। মনের মধ্যে একটু বিষণ্ণতা থাকবে। নিজের মতের ওপর জোর দিলে অশান্তি বাড়তে পারে। ভালো কাজেও বাধা আসতে পারে। বাঁকা পথে টাকা রোজগার করতে গেলে সমস্যা হতে পারে। অফিসে কাজের চাপের কারণে শরীর খারাপ হতে পারে।