জীবনের প্রতিটি দিনই নতুন কিছু বার্তা নিয়ে আসে। কখনো ভালো, কখনো কঠিন—সবটাই নির্ভর করে মুহূর্তের সিদ্ধান্ত আর ভাগ্যের টানে। আজ ১২টি রাশির জীবনে কেমন কাটবে দিনটা? কার দিকে ফিরবে সৌভাগ্যের হাসি, আর কে বা একটু সাবধানে চলবেন, তা জানতেই রইল আজকের রাশিফল। প্রেম, সম্পর্ক, কাজ, স্বাস্থ্য কিংবা অর্থ—আপনার রাশির কী বলছে আজ? জানুন
মেষ রাশি:
আজ মনটা বেশ ফুরফুরে থাকবে। যেকোনো কাজে এগিয়ে গেলে সাফল্য আসবেই। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ নেওয়া ভাল।
বৃষ রাশি:
হঠাৎ করে খরচ বেড়ে যেতে পারে। আজ বন্ধু বা কাছের কেউ ভরসা দিতে পারে। কাজের জায়গায় শান্ত থেকে পরিস্থিতি সামলান।
মিথুন রাশি:
চেনা মানুষদের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। অফিসে বা ব্যবসায় নতুন কিছু শুরু করার সময় ভালো। মনের কথা প্রকাশ করলে উপকার মিলবে।
কর্কট রাশি:
সকালের দিকে কিছুটা উদ্বেগ থাকলেও ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। পারিবারিক দায়িত্ব কিছুটা বেড়ে যেতে পারে।
সিংহ রাশি:
অপ্রয়োজনীয় রাগ এড়িয়ে চলুন। আজ নতুন কারও সঙ্গে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে বড় কিছু এনে দিতে পারে।
কন্যা রাশি:
নিজের উপরে বিশ্বাস রাখুন, আজ সেই আত্মবিশ্বাসই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সুস্থ থাকলে কাজে মন বসবে।
তুলা রাশি:
আজ মনটা থাকবে রোমান্টিক। প্রেমের সম্পর্কে নতুন গতি আসতে পারে। কাজে একটু মনযোগ কম থাকলে ক্ষতি হতে পারে।
বৃশ্চিক রাশি:
অতীতের কোনও ব্যাপার আজ মাথা ঘুরিয়ে দিতে পারে। মাথা ঠান্ডা রেখে দিনটা কাটান। আর্থিক দিক মোটামুটি ভালো।
ধনু রাশি:
বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হতে পারে। মনের দিক থেকে হালকা লাগবে। কোনও নতুন যোগাযোগ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হবে।
মকর রাশি:
চাপ একটু বেশি থাকলেও আপনি তা সামলে নিতে পারবেন। আজ নিজের জন্য কিছু সময় রাখুন, উপকার পাবেন।
কুম্ভ রাশি:
কারও কাছ থেকে পুরনো কোনও খবর পেতে পারেন। আজ কোনও কাজ শুরু করতে চাইলে সঠিক সময়।
মীন রাশি:
মনটা থাকবে একটু আবেগপ্রবণ। সৃজনশীল কাজে মন বসবে। কারও কাছ থেকে বিশেষ প্রস্তাব পেলে না বলতে পারবেন না।