Today’s Horoscope : আজ শুক্রবার। শুক্রের প্রভাব প্রবল থাকবে দিনের শুরু থেকেই। চন্দ্র অবস্থান করছে কন্যা রাশিতে, ফলে আবেগ, বিশ্লেষণ ও আত্মসমালোচনার প্রবণতা দেখা দিতে পারে বেশ কিছু রাশিতে। কর্মক্ষেত্র, সম্পর্ক, অর্থ এবং শরীর—এই চারটি ক্ষেত্রেই রাশি অনুযায়ী উঠানামা দেখা যাবে। তাই আগে থেকেই সচেতন থাকলে এড়ানো যেতে পারে অনেক অশান্তি। দেখে নিন আজকের দিনটি কী বার্তা দিচ্ছে আপনাকে—
মেষ রাশি
আজ আত্মবিশ্বাস থাকলেও তা স্থায়ী হবে না যদি অহংকারের রাস্তায় হাঁটেন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, তবে সঠিক সিদ্ধান্ত আপনাকে এগিয়ে নিয়ে যাবে। প্রেমে পুরনো ভুল নিয়ে বিতর্ক হতে পারে। হজমের সমস্যা থেকে সাবধান।
বৃষ রাশি
দিনটি মিশ্র। অর্থভাগ্য ভালো হলেও খরচের দিকেও নজর দিন। ঘরে কিছু অশান্তি হতে পারে, বিশেষ করে ভাইবোনের সঙ্গে। নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। সঙ্গীর থেকে মানসিক সমর্থন পাবেন।
মিথুন রাশি
আপনার যুক্তিবোধ আজ আপনাকে জিতিয়ে দিতে পারে। অফিসে প্রশংসা, ব্যবসায় লাভের সম্ভাবনা। প্রেমে নতুন মোড়। কোনও বন্ধুর সাহায্যে দুঃখ কাটিয়ে উঠবেন। গলা ও ঠান্ডা জনিত সমস্যা হতে পারে।
কর্কট রাশি
পরিবারের দিক থেকে চাপ বাড়তে পারে। বাড়ির বয়স্ক সদস্যদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। দাম্পত্যে উত্তাপ। খরচ নিয়ন্ত্রণে রাখতে না পারলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। শারীরিক শক্তি আজ কিছুটা কম থাকবে।
সিংহ রাশি
আজ আপনার সাহস এবং আত্মবিশ্বাসই বড় অস্ত্র। উচ্চপদস্থ কেউ সাহায্যের হাত বাড়াতে পারেন। সৃজনশীল পেশায় থাকলে আজ মিলবে সুখবর। প্রেমে জেদ না করে শ্রবণ ক্ষমতা বাড়ান। চোখের দিকে নজর দিন।
কন্যা রাশি
আজ চন্দ্র অবস্থান আপনার রাশিতে—সতর্কতা প্রয়োজন। আবেগে ভেসে ভুল সিদ্ধান্ত নেবেন না। বাড়ির কোনও আত্মীয়র সঙ্গে মতানৈক্য তৈরি হতে পারে। প্রেমে মান-অভিমান কাটতে পারে। পেটের সমস্যা হতে পারে।
তুলা রাশি
আজ আপনার চারপাশে গোপন শত্রু সক্রিয় হতে পারে। অফিসে কাউকে বেশি ভরসা না করাই ভালো। অর্থ সংক্রান্ত সিদ্ধান্তে ধৈর্য ধরুন। সঙ্গীর কাছ থেকে দূরত্ব তৈরি হতে পারে। রাতে ঘুমের সমস্যা হতে পারে।
বৃশ্চিক রাশি
আজ দিনটি আপনার পক্ষে বেশ ভালো। কর্মক্ষেত্রে সাফল্য, বিশেষত যাঁরা আইন, চিকিৎসা বা গবেষণার সঙ্গে যুক্ত। প্রেমে বন্ধন আরও দৃঢ় হবে। খরচে কিছুটা চাপ থাকবে। কোমরে বা পিঠে ব্যথা হতে পারে।
ধনু রাশি
বিদেশ সংক্রান্ত বিষয়ে শুভ খবর আসতে পারে। আজ কোনও গুরুত্বপূর্ণ বৈঠকে আপনি নেতৃত্ব দিতে পারেন। পরিবারের কারও শরীর খারাপ হতে পারে। সঙ্গীর সঙ্গে দূরত্ব কমবে। মানসিক চাপ কাটাতে আজ সময় নিন নিজের জন্য।
মকর রাশি
দিনটি শুরু হবে ধীর গতিতে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উন্নতি হবে। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার পক্ষে সময় উপযুক্ত। দাম্পত্যে সুখ থাকবে। শরীর ঠিক থাকলেও চোখের সমস্যা দেখা দিতে পারে।
কুম্ভ রাশি
আপনার কল্পনাশক্তি আজ প্রশংসিত হবে। শিক্ষার্থী ও সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য শুভ সময়। প্রেমে ঝগড়া হলেও তা মিটে যাবে। ব্যাঙ্ক সংক্রান্ত কোনও ঝামেলা তৈরি হতে পারে। গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা।
মীন রাশি
কাজে আত্মবিশ্বাস থাকলেও অতিরিক্ত আত্মবিশ্বাস ডেকে আনতে পারে বিপদ। পরিবারের কারও কথা আপনার মনে আঘাত করতে পারে। প্রেমে ভরসা রাখুন, সম্পর্ক মজবুত হবে। পায়ের সমস্যা কিংবা ইনজুরি হতে পারে।