আচমকাই বদলে যেতে পারে পরিস্থিতি, তবে তা অনেকটাই নির্ভর করে রাশির গতিপথের উপর। প্রেম, সম্পর্ক, আর্থিক অবস্থান কিংবা মানসিক শান্তি—সব দিকেই আজকের দিন আপনার জন্য কী বার্তা আনছে? দেখে নিন এক ঝলকে আজকের রাশিফল।
মেষ রাশি
আজ কাজের চাপে একটু দম বন্ধ লাগতে পারে, কিন্তু দুপুরের পর থেকে পরিস্থিতি সহজ হবে। পরিবারের কাউকে নিয়ে নতুন কিছু পরিকল্পনা করতে পারেন।
বৃষ রাশি
কারও সাহায্য ছাড়াই বড় কোনও সমস্যা সামাল দিতে পারবেন। নিজের ওপর বিশ্বাস রাখুন। অর্থের দিকটা আজ মোটামুটি থাকবে।
মিথুন রাশি
বন্ধুর সঙ্গে মনোমালিন্য দূর হবে। আজ নিজের অনুভূতি প্রকাশ করার জন্য দিনটা ভালো। প্রেম বা দাম্পত্যে নতুন করে উষ্ণতা আসবে।
কর্কট রাশি
কাজে গতি আনতে হবে, নয়তো কেউ ফাঁকফোকর খুঁজে নেবে। তবে বিকেল নাগাদ ভালো খবর পেতে পারেন। শরীর একটু দুর্বল লাগতে পারে।
সিংহ রাশি
আজ আপনি আলাদা করে কারও নজরে পড়বেন—পজিটিভ দিক থেকেই। প্রেমের ক্ষেত্রে আগের ভুল কাটিয়ে এগোনোর সুযোগ।
কন্যা রাশি
বাসা-বাড়ি সংক্রান্ত কোনও পরিকল্পনা সামনে আসতে পারে। দীর্ঘদিনের কোনও আর্থিক ঝামেলা আজ মিটে যেতে পারে।
তুলা রাশি
আজ কথাবার্তা নিয়ে সাবধান থাকুন। ছোট কথায় বড় ভুল বোঝাবুঝি হতে পারে। তবে লিখিত কাজ বা চুক্তির ক্ষেত্রে দিনটা উপযোগী।
বৃশ্চিক রাশি
আজ অতীত ভুলে নতুনভাবে কিছু শুরু করার সময়। যাঁরা ব্যবসা করেন, তাঁদের জন্য সন্ধ্যা থেকে সময়টা শুভ।
ধনু রাশি
দিনের শুরুটা একটু চাপে থাকলেও পরে পরিস্থিতি সহজ হবে। কারও সঙ্গে পুরনো সম্পর্ক আবার জোড়া লাগতে পারে।
মকর রাশি
জীবনের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতে শেখার সময় এসেছে। আজ অপ্রত্যাশিত খরচ হতে পারে, তবে আতঙ্কের কিছু নয়।
কুম্ভ রাশি
বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। আজ আপনি কাউকে ভালোভাবে বোঝাতে পারবেন আপনার দৃষ্টিভঙ্গি।
মীন রাশি
সৃজনশীল কাজ বা কোনও নয়া উদ্যোগে সফলতা আসতে পারে। আজ একটু নিরিবিলিতে সময় কাটালে মন ভালো থাকবে।