আজ শনিবার, শনিদেবের প্রভাবে আজকের দিনটা থাকবে কিছুটা টালমাটাল। কোনো রাশি জন্য আজকের দিন টা বয়ে আনবো সৌভাগ্য আবার কারোর জন্য সতর্কতা। সব মিলেমিশে কেমন যাবে আজকের আপনার দিন? এক ক্লিকে জানুন বিস্তারিত।
মেষ রাশি:
আজ একটা ঘনিষ্ঠ বন্ধু আপনার কাছে টাকাপয়সা চাইতে পারে। স্ত্রীর শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। তবে কাজের দিক দিয়ে আজকের দিনটা ভালো—নতুন কিছু শিখতে হতে পারে। ব্যবসায়ীরা লাভ পাবেন। মাথা ঠান্ডা রেখে চলুন।
বৃষ রাশি:
সম্মান আর খ্যাতি বাড়বে। তবে মাথা ঠান্ডা রাখতে হবে, নয়তো গর্বে গোঁজ হয়ে যেতে পারেন। মন একটু অস্থির থাকতে পারে। সরকারি বা সেনাবাহিনীর কাজে যুক্তদের জন্য নতুন সুযোগ আসবে।
মিথুন রাশি:
ভ্রমণে খরচ বাড়বে—টাকাপয়সা নিয়ে টান পড়তে পারে। কাজের ক্ষমতাও কিছুটা কমে যাবে। বন্ধুদের থেকে সামান্য ধাক্কা খেতে পারেন। তবে যাঁরা বিদেশে ব্যবসা করেন, তাঁদের জন্য সময় ভালো।
কর্কট রাশি:
পরিশ্রম করেও হয়তো ফল পাবেন না। দলের দায়িত্ব আপনার উপর পড়বে। একটু অসতর্ক হলেই বড় ভুল হতে পারে। আত্মসমালোচনা করতে শিখুন। দাম্পত্য জীবন কিন্তু মিষ্টি হবে।
সিংহ রাশি:
নিজের সম্মান নিয়ে গর্ব হবে। তবে মুখ সামলে কথা বলুন—না হলে বিপদ। খরচ বেড়ে যেতে পারে। জীবনে একটু বিলাস আসবে—খাওয়াদাওয়ার মজাও মিলবে।
কন্যা রাশি:
পেটের গোলমালে ভুগতে পারেন। যাঁরা গান বা নাচের সঙ্গে যুক্ত, তাঁরা নিজেকে আরও ভালোভাবে প্রকাশ করতে পারবেন। ছোটখাটো ভ্রমণ হতে পারে। বাড়িতে বন্ধুরা আসতে পারে।
তুলা রাশি:
আজ নিজেকে সময় দিন। শরীর-মনের বিশ্রাম দরকার। পুরনো কোনও বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ হতে পারে। প্রেমজ জীবনে সুখ আসবে। ব্যবসা থেকেও লাভ হতে পারে।
বৃশ্চিক রাশি:
আজ বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করতে পারবেন। কাজ থেকে একটু ছুটি নিয়ে মন অন্যদিকে দিন। কেউ সাহায্য চাইলে তাকে ফিরিয়ে দেবেন না। চাকরির জায়গায় একটু অশান্তি আসতে পারে।
ধনু রাশি:
আপনার পরিশ্রম আজ কাজে দেবে। তবে কোনও ঘনিষ্ঠ মানুষের জন্য সমস্যা হতে পারে। কাউকে ধার না দেওয়াই ভালো। অনেকদিনের একটা ইচ্ছে আজ পূরণ হতে পারে।
মকর রাশি:
কাজের দুনিয়ায় আজ বড় কোনও পরিবর্তন আসতে পারে। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হবে। আগুন বা ইলেকট্রিক সরঞ্জাম নিয়ে সাবধান থাকুন। স্বামী-স্ত্রীর মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে।
কুম্ভ রাশি:
আজ একটু বুঝে-চলে চলুন। নতুন বাড়ি নেওয়ার চিন্তা আসতে পারে। জমিজমা নিয়ে নজরদারি দরকার। কাজের কারণে ভ্রমণও হতে পারে। পারিবারিক পরিস্থিতি মোটামুটি ভালো থাকবে।
মীন রাশি:
কিছু অস্বস্তিকর পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হবে। নিজেকে বাইরে থেকে একটু বদলে ফেলতে পারেন। অযথা খরচ করবেন না। কাজের নতুন কোনও প্রস্তাব আসতে পারে। বাড়িতে কেউ হঠাৎ আপনাকে কড়া শাসন করতে চাইতে পারে।