নতুন দিনে পা রাখলেন আপনি। কী আছে আজ আপনার ভাগ্যে? কার জন্য অপেক্ষায় সুখবর, আর কার সামনে আসতে পারে কিছু চিন্তার কারণ? সম্পর্ক, কাজ, অর্থ ও মানসিক স্থিতির দিক থেকে কেমন কাটবে আজকের দিন—রাশিফলের মাধ্যমে দেখে নিন এক ঝলকে
মেষ রাশি:
আজ হঠাৎ কোনও লাভের সুযোগ আসতে পারে, বিশেষ করে যাঁরা ফাটকা ব্যবসার সঙ্গে যুক্ত। ব্যবসার দিকেও উন্নতির সম্ভাবনা আছে। তবে শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। দূরের কোনও বিয়ের কথা উঠতে পারে।
বৃষ রাশি:
কাজের জায়গায় কিছুটা চাপ থাকবে। কারও সঙ্গে তর্ক বা মনোমালিন্য হতে পারে। সন্তানের ব্যাপারে দুশ্চিন্তা বাড়বে। তবে কোনও বড় ব্যক্তির সাহায্য পেতে পারেন।
মিথুন রাশি:
শত্রু পক্ষ আজ একটু সক্রিয় থাকবে, তাই সাবধানে থাকুন। বন্ধুর কারণে বিপদে পড়তে পারেন। মা’র শরীর খারাপ হতে পারে, খেয়াল রাখুন।
কর্কট রাশি:
আজ রাস্তাঘাটে খুব সতর্ক থাকুন। দুর্ঘটনা বা চোট-আঘাতের আশঙ্কা আছে। তবে পুরনো কোনও অসুখ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জমিজমা সংক্রান্ত কোনও সমস্যা আসতে পারে।
সিংহ রাশি:
সর্দি-কাশি বা ঠান্ডাজনিত সমস্যা হতে পারে। কাছের মানুষরাও আজ বিরোধিতা করতে পারেন। কাজের জায়গায় সমস্যা ও বদলি হতে পারে। ব্যক্তিগত সম্পর্কেও ভুল বোঝাবুঝি হতে পারে।
কন্যা রাশি:
খারাপ খাবার খেয়ে শরীর খারাপ হতে পারে। মানসিক দুশ্চিন্তা থাকবে। তবে কাজের জায়গায় ভালো কিছু ঘটবে, সাফল্য পাবেন।
তুলা রাশি:
অকারণে খরচ বাড়বে। কিছু বিষয়ে দোষারোপ হতে পারেন। আত্মীয়দের সঙ্গে ঝামেলা হতে পারে। জীবনসঙ্গীর শরীর নিয়ে চিন্তা থাকবে।
বৃশ্চিক রাশি:
কাজের পরিকল্পনায় সফল হবেন। ব্যবসায় লাভ হবে। তবে কোনও আইনি ঝামেলায় জড়াতে পারেন। প্রেম বা দাম্পত্য জীবনে পুরনো সমস্যা মিটতে পারে।
ধনু রাশি:
যাঁরা অনেকদিন ধরে অসুস্থ, আজ একটু ভালো লাগবে। অফিসে হঠাৎ কোনও ভালো খবর আসতে পারে। তবে ব্যক্তিগত জীবনে মতের অমিল হতে পারে।
মকর রাশি:
চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়বে। সহকর্মীদের ওপর ভরসা করতে পারবেন না। চোখের সমস্যা হতে পারে। লেখালেখি বা শিল্পের সঙ্গে যুক্তরা আজ প্রশংসা পেতে পারেন।
কুম্ভ রাশি:
আজ কোনও প্রতিযোগিতায় সাফল্য না-ও আসতে পারে। মানসিক চাপ থাকবে। ঘুমের সমস্যা ও খরচের চিন্তা থাকতে পারে। আত্মীয়ের দুঃসংবাদ পেতে পারেন।
মীন রাশি:
আজ আপনি কিছু শৌখিন জিনিস কিনতে পারেন। তবে আজ নতুন কিছু শুরু না করাই ভালো। ঘরবাড়ি ও মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। আগুন থেকে সাবধান থাকুন।