Hero Destini Prime স্কুটারটি যেন একেবারে মধ্যবিত্তের স্বপ্নপূরণের চাবিকাঠি। Hero MotoCorp এমনিতেই তাদের বাজেট-বান্ধব স্কুটারগুলোর জন্য খুবই জনপ্রিয়। আর এই নতুন Destini Prime মডেলটি সেই ধারার এক দুর্দান্ত সংযোজন। কম দামে দারুণ ফিচার আর ঝকঝকে স্টাইল—সব মিলিয়ে এটি এখন অনেকের প্রথম পছন্দ হয়ে উঠেছে।
এই স্কুটারে রয়েছে ডিজিটাল স্পিডোমিটার, LED হেডলাইট ও ইন্ডিকেটর, অ্যালয় হুইল, এমনকি USB চার্জিং পোর্টও। মানে একদিকে আধুনিক ফিচার, অন্যদিকে দামটা রীতিমতো হাতের নাগালে। ইঞ্জিন পারফরম্যান্সও বেশ ভালো—১২৪.৬ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে আপনি পাবেন ৯.১ পিএস পাওয়ার আর ১০.৩৮ এনএম টর্ক। রাইডটা হবে স্মুথ, আর শহরের ট্র্যাফিকে চালাতে দারুণ স্বচ্ছন্দ।
এত কিছু থাকলেও মাইলেজের দিক থেকেও একেবারে নিরাশ করবে না Destini Prime। গড়ে ৫৫ কিমি প্রতি লিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যেতে পারে, যা রোজকার ব্যবহারকারীদের জন্য এক বিশাল সুবিধা। বর্তমান বাজারে এই স্কুটারটি দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে—STD (non-OBD 2B) ও Standard। আর সবচেয়ে বড় কথা, এর দাম শুরু হচ্ছে মাত্র ₹৭৪,১৯৯ (এক্স-শোরুম)। ট্যাক্স, ইন্স্যুরেন্স, ডিলার চার্জ এসব মিলিয়ে সামান্য হেরফের হতে পারে, তবে সামগ্রিকভাবে দামের তুলনায় অফারটা চমকপ্রদ।
আরোও পড়ুনঃ চেন্নাই না বেঙ্গালুরু? আজ আইপিএল হাইভোল্টেজ ম্যাচে কার দখলে জয়
যারা নতুন একটা স্কুটার কেনার কথা ভাবছেন কিন্তু বাজেট নিয়ে ভাবনায় আছেন, Hero Destini Prime তাঁদের জন্য নিঃসন্দেহে এক দারুণ অপশন। ফিচার, লুক, পারফরম্যান্স আর দামের ব্যালেন্স—সব দিক থেকে এটা একেবারে “পয়সা উসুল” স্কুটি।