বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নাম জড়ানো দুটি পুরনো গুজব নিয়ে মুখ খুলেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের সঙ্গে তাঁর কোনও রোমান্টিক সম্পর্ক বা বিয়ে হয়নি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এইসব গুজবকে তিনি ‘অস্বস্তিকর’ ও ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন।
একটি বিজ্ঞাপনেই শুরু হয়েছিল জল্পনা
তামান্না জানান, বিরাট কোহলির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল শুধুমাত্র একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময়। সেই একদিনের কাজ ছাড়া আর কোনও ব্যক্তিগত বা পেশাদার যোগাযোগ তাদের মধ্যে হয়নি। ২০১২ সালে সেই বিজ্ঞাপনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে, যেখান থেকে শুরু হয় তাদের ডেটিংয়ের গুঞ্জন।
রাজ্জাকের সঙ্গে একটি গয়নার দোকানে উপস্থিতি—ভুল বোঝাবুঝির সূত্রপাত
আরও একটি পুরনো গুজব, যেটি আবারও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে, তা হল তামান্না ও আব্দুল রাজ্জাকের বিয়ের ছবি। কিন্তু বাস্তব হল—তারা দু’জনই একসঙ্গে উপস্থিত ছিলেন একটি গয়নার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে একসঙ্গে তোলা ছবি দেখে অনেকে ধরে নেন তারা বিয়ে করেছেন। এই ধারণাকে ‘সম্পূর্ণ ভুল’ ও ‘হাস্যকর’ বলেই উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।
“অপরিচিত কারও সঙ্গে জড়িয়ে পড়া খুবই অস্বস্তিকর”—তামান্না
এই ধরনের গুজব প্রসঙ্গে তামান্না বলেন, “আমার যাদের সঙ্গে কোনও ব্যক্তিগত যোগাযোগই নেই, তাদের সঙ্গে নিজের নাম জড়ানো খুবই অস্বস্তির। এইসব কল্পিত গল্প রটিয়ে দেওয়া হয় এবং আমি এগুলোর উপর কোনও নিয়ন্ত্রণও রাখতে পারি না। এটা খুবই হতাশাজনক।”
পুরনো গুজবে ইতি টানলেন তামান্না
তামান্না ভাটিয়া স্পষ্ট করে জানিয়ে দিলেন, ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া এইসব গুজবের কোনও ভিত্তি নেই। বিরাট কোহলির সঙ্গে কেবলমাত্র একটি পেশাদার কাজ এবং রাজ্জাকের সঙ্গে একটি পাবলিক ইভেন্টে অংশগ্রহণ—এই দুটি ঘটনাকেই বিকৃত করে ফেলে গুজব ছড়ানো হয়েছে। দীর্ঘদিন পরে হলেও অভিনেত্রী এই গুজবগুলোর যথাযথ জবাব দিলেন।