TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

Bengali serial TRP : এক সপ্তাহেই পাল্টে গেল সিংহাসন! কে কাকে টপকে এল সবার আগে বাংলা সিরিয়াল রেটিংয়ে?

বাংলা ধারাবাহিকের সাপ্তাহিক টিআরপি রেটিং প্রকাশিত। কে এক নম্বরে? কে হারাল জায়গা? ‘পরশুরাম আজকের নায়ক’ বনাম ‘রাঙামতি তিরন্দাজ’-এর লড়াইয়ে নতুন চমক! বিস্তারিত জেনে নিন সেরা পাঁচ ধারাবাহিকের নাম ও রেটিং।

Debapriya Nandi Sarkar

Bengali serial TRP : বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় এ সপ্তাহে এল বড়সড় রদবদল। যেখানে গত সপ্তাহে এক নম্বর জায়গা ভাগ করে নিয়েছিল দুটি ধারাবাহিক—‘পরশুরাম আজকের নায়ক’ এবং ‘রাঙামতি তিরন্দাজ’, সেখানে এবার একক শীর্ষে উঠে এল ‘পরশুরাম’। অন্যদিকে, ‘রাঙামতি তিরন্দাজ’-এর রেটিং পড়ে গিয়ে সেই শীর্ষস্থান থেকে সরেই গেল, নেমে গেল চতুর্থ স্থানে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

গত সপ্তাহে দুই ধারাবাহিকই পেয়েছিল সমান ৭.৫ পয়েন্টস। তবে এবারের রেটিং অনুসারে ‘পরশুরাম’ পেয়েছে ৬.৯ পয়েন্টস, আর ‘রাঙামতি তিরন্দাজ’ পেয়েছে মাত্র ৬.১ পয়েন্টস।

দ্বিতীয় স্থানে যুগ্মভাবে ‘ফুলকি’ ও ‘পরিণীতা’

এই সপ্তাহে বেশ চমক দিয়েই দ্বিতীয় স্থান ভাগ করে নিয়েছে দু’টি জনপ্রিয় ধারাবাহিক—‘ফুলকি’ এবং ‘পরিণীতা’। দুটি শো-ই পেয়েছে ৬.৪ পয়েন্টস, যা তাদের আগের পারফরম্যান্সের তুলনায় যথেষ্ট উন্নত। দর্শকদের আবেগঘন গল্প এবং চরিত্রের আন্তরিকতায় এই ধারাবাহিক দু’টি এবার বেশ ভালোভাবেই জায়গা করে নিচ্ছে জনমনে। বিশেষ করে ‘ফুলকি’-র পরিবার কেন্দ্রিক গল্প এবং ‘পরিণীতা’-র নারীকেন্দ্রিক স্বাবলম্বী চরিত্রে দর্শকের ভরসা বাড়ছে প্রতিনিয়ত।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

তৃতীয় স্থানে জায়গা ধরে রেখেছে ‘জগদ্ধাত্রী’

যেখানে বাকিরা হোঁচট খাচ্ছে বা ঘুরে দাঁড়াচ্ছে, সেখানে নিজের জায়গা কিছুটা হলেও ধরে রেখেছে ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহে ধারাবাহিকটি পেয়েছে ৬.৩ পয়েন্টস, যা তাকে তৃতীয় স্থানে রেখেছে। ‘জগদ্ধাত্রী’-র রহস্যে মোড়া গল্প আর কড়া চরিত্রনির্মাণ এখনো দর্শকদের আকর্ষিত করে চলেছে। ধারাবাহিকটির গল্প যেখানে একদিকে দায়িত্বশীল গোয়েন্দা, অপরদিকে তার ব্যক্তি জীবন—এই দ্বৈত অবস্থানে আবেগ ও উত্তেজনার চরম মিশেল ঘটছে।

‘রাঙামতি তিরন্দাজ’-এর পতনের কারণ?

‘রাঙামতি তিরন্দাজ’-এর হঠাৎ চতুর্থ স্থানে নেমে যাওয়ায় টেলিভিশন জগত চমকে গিয়েছে। ৬.১ পয়েন্টস পাওয়া এই ধারাবাহিকটি গত সপ্তাহেও ছিল শীর্ষে। তাহলে এই পতনের কারণ কী? অনেকেই বলছেন, গত কয়েকটি এপিসোডে গল্পের গতি কিছুটা মন্থর হয়ে গিয়েছে। সেইসঙ্গে চিত্রনাট্যে নতুন চমক বা চরিত্রগত টানাপোড়েনের অভাবেই দর্শকের আগ্রহ কিছুটা হ্রাস পেয়েছে। তবে নির্মাতারা দাবি করছেন, আবার নতুন চমক দিয়ে শিগগিরই ধারাবাহিকটি ঘুরে দাঁড়াবে।

টিআরপি রেটিংয়ের লড়াইয়ে এবার কে এগিয়ে যাবে?

যেখানে এক সময় শীর্ষে থাকা ধারাবাহিক নিমেষেই পিছিয়ে যাচ্ছে, সেখানে নতুন বা মধ্যপথের সিরিয়ালগুলো ক্রমেই দর্শক টানতে শুরু করেছে। ‘পরশুরাম’-এর যেমন গল্পে ধারাবাহিকতা ও টান টান উত্তেজনা আছে, তেমনই ‘পরিণীতা’ বা ‘ফুলকি’-ও প্রমাণ করছে তাদের স্থায়িত্ব। টেলিভিশনের রেটিং তালিকায় আগামী সপ্তাহে আবার কী নাটকীয় পরিবর্তন দেখা যাবে, সেটাই এখন দেখার। তবে স্পষ্ট হয়ে যাচ্ছে—দর্শক এখন আরও পরিণত, আরও বিচক্ষণ। যারাই গল্পে চমক আনবে, তারাই থাকবে শীর্ষে।

উল্লেখ্য, এই সপ্তাহের টিআরপি লড়াই স্পষ্ট করে দিচ্ছে—বাংলা টেলিভিশনে দর্শকের প্রত্যাশা অনেক বেশি। তাই প্রতিটা মুহূর্তেই নির্মাতাদের ভাবনায় আনতে হবে নতুনত্ব, আবেগ ও বাস্তবতার সংমিশ্রণ। কারণ এক সপ্তাহেই বদলে যেতে পারে ভাগ্য।