ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে ফের তীব্র উত্তেজনার ছাপ। এবার আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা। পাকিস্তানের বিমান সংস্থাগুলোর জন্য ভারতের আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, বহুদিন ধরেই পাকিস্তান ভারতের প্রতি বৈরী মনোভাব দেখিয়ে এসেছে— বিমান চলাচল বন্ধ থেকে শুরু করে ভারতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা। সেই পরিস্থিতিতে এবার ভারত কৌশলগতভাবে পাল্টা ব্যবস্থা নিচ্ছে। তাঁর মতে, এই সিদ্ধান্ত শুধু প্রতিশোধ নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানকে জোরালো করার একটি বলিষ্ঠ পদক্ষেপ।
“এবার ভারতও জবাব দিচ্ছে” — দিলীপ ঘোষের সাফ বার্তা
দিলীপ ঘোষ বলেন, “পাকিস্তান এর আগেও ভারতের জন্য তাদের আকাশপথ বন্ধ করেছিল। বহুদিন ধরেই ভারতীয় প্রসাধনীসহ নানা জিনিস সেখানে নিষিদ্ধ, তবুও সেগুলো পাকিস্তানে পৌঁছায় এবং দ্বিগুণ দামে মানুষ তা কিনে। পাকিস্তান নিজেই এসবের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে।” তিনি আরও বলেন, “এখন ভারত পাল্টা ব্যবস্থা নিচ্ছে। গোটা বিশ্ব এখন দেখছে, কে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে। এই লড়াইয়ে প্রধানমন্ত্রী মোদী ও ভারতের পাশে রয়েছে পুরো বিশ্ব।”
কৌশলগত বার্তা বলছে বিজেপির
প্রসঙ্গত, ভারত সম্প্রতি পাকিস্তানের বিমান সংস্থাগুলোর জন্য নিজেদের আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। একে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। দিলীপ ঘোষের বক্তব্যে একদিকে যেমন পাকিস্তানকে আক্রমণের সুরে দায়ী করা হয়েছে, অন্যদিকে ভারতের কূটনৈতিক অবস্থানের প্রশংসা করা হয়েছে।
“রাজনৈতিক নয়, কূটনৈতিক যুদ্ধ”— বললেন দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ আরও বলেন, “পাকিস্তান ভারতের বিরুদ্ধে অনেকবার পদক্ষেপ নিয়েছে, এবার ভারতও শক্ত অবস্থান নিচ্ছে। এটা শুধু রাজনৈতিক নয়, কূটনৈতিক যুদ্ধেরও অংশ, এবং এই যুদ্ধে ভারতই জিতবে।”
#WATCH | Kolkata, West Bengal: On India shutting airspace for Pakistan airlines, BJP leader Dilip Ghosh says, ” Pakistan had earlier shut its airspace for India…so many things, including cosmetics from India, are banned there for long time, but it reaches there and people buy… pic.twitter.com/4JK8ZWQrbb
— ANI (@ANI) May 4, 2025
আরোও পড়ুনঃ রাতের অন্ধকারে চুপিসারে এ কি করল পাকিস্তান? পুরনো অভ্যাসেই কি ফিরছে? পড়ুন বিস্তারিত