TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

রাতের অন্ধকারে চুপিসারে এ কি করল পাকিস্তান? পুরনো অভ্যাসেই কি ফিরছে? পড়ুন বিস্তারিত

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (LoC) ঘিরে আরও একবার ফের উত্তেজনা। ৩ মে রাত থেকে ৪ঠা মে ভোর পর্যন্ত একাধিক সীমান্ত…

Debapriya Nandi Sarkar

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (LoC) ঘিরে আরও একবার ফের উত্তেজনা। ৩ মে রাত থেকে ৪ঠা মে ভোর পর্যন্ত একাধিক সীমান্ত সেক্টরে বিনা উসকানিতে গুলিবর্ষণ করে পাকিস্তান সেনা। পরিস্থিতির জবাবে সঙ্গে সঙ্গেই পাল্টা গুলি চালায় ভারতীয় সেনা।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

 চুপিসারে শুরু গুলিবর্ষণ

সেনা সূত্রে খবর, শনিবার গভীর রাতে হঠাৎই গুলি চালানো শুরু করে পাকিস্তানের সেনাবাহিনী। লক্ষ্য ছিল জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নৌশেরা, সুন্দরবনি এবং অখনুর সেক্টরগুলি। স্থানীয় মাধ্যম সূত্রে খবর, রাতভর চলেছে গুলির লড়াই। এর ফলে সীমান্তবর্তী গ্রামগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভারতীয় সেনার দ্রুত ও কঠোর জবাব

পাকিস্তানের এই হামলার পর কোনওরকম দেরি না করেই পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। সেনা কর্তাদের মতে, ‘‘সুনির্দিষ্ট ও প্রোপোরশনাল জবাব দেওয়া হয়েছে। সীমান্তে শান্তি বজায় রাখতে আমরা দায়বদ্ধ, তবে কোনও উসকানি বরদাস্ত করব না।’’ সেনা সূত্রে খবর, প্রতিটি সেক্টরে ভারতীয় জওয়ানরা পূর্ণ সতর্কতায় ছিলেন। যার ফলে বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

সতর্কতা জারি সীমান্ত জুড়ে

এই ঘটনার পর থেকেই সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সেনা বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসনও এলাকাবাসীদের সতর্ক করেছে। অপ্রয়োজনে বাড়ির বাইরে না বেরনোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরোও পড়ুনঃ পোস্টাল যুদ্ধ শুরু! কাটা পড়ল ভারত-পাকিস্তান পোস্টাল লাইন, বিস্তারিত পড়ুন

পুরনো অভ্যাসেই ফিরছে পাকিস্তান?

বিশেষজ্ঞরা জানিয়েছে, যখনই সীমান্তে শান্তির সম্ভাবনা তৈরি হয়, ঠিক তখনই পাকিস্তান উসকানিমূলক আচরণ করে পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। এর পিছনে অভ্যন্তরীণ চাপ, রাজনৈতিক উদ্দেশ্য বা আন্তর্জাতিক দৃষ্টি ঘোরানোর চেষ্টাও থাকতে পারে বলে মত কূটনৈতিক মহলের।