এক ঐতিহাসিক সাফল্যের সাক্ষী রইল ভারত। ২০২৫ সালের ১৯ এপ্রিল, ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP) সফলভাবে আরোহণ করল বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু (৮,৪৮৫ মিটার)। এই প্রথম কোনও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) এই পর্বতশৃঙ্গ জয় করল।
ITBP-র এই আন্তর্জাতিক অভিযানের সূচনা হয়েছিল ২১ মার্চ ২০২৫, দিল্লির সদর দফতর থেকে। এই অভিযান ছিল একটি যুগান্তকারী উদ্যোগ—একসঙ্গে দুই শৃঙ্গ জয় করার লক্ষ্যে বেরিয়েছিল দলটি। লক্ষ্য ছিল মাউন্ট মাকালু এবং মাউন্ট অন্নপূর্ণা (৮,০৯১ মিটার)। ITBP-র ইতিহাসে এই প্রথম কোনও বাহিনী এই দুই পর্বতশৃঙ্গে একসঙ্গে আরোহণের চেষ্টা করল।
আরোও পড়ুনঃ অমরাবতীতে মোদী-পবন কল্যাণের সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত, শিলান্যাস হল একাধিক প্রকল্পের
এই দু’টি পর্বতের প্রতিটিই বাহিনীর জন্য ছিল প্রথম চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ সফলভাবেই অতিক্রম করল ITBP। পর্বতারোহণের এই কৃতিত্ব শুধু বাহিনীর জন্যই নয়, গোটা দেশের পর্বতারোহণ ইতিহাসে একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এই সফল অভিযান ITBP-র সাহস, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তার নিদর্শন—এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।