TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

ইতিহাস গড়ল ITBP! প্রথমবার CAPF বাহিনীর মাকালু জয়

এক ঐতিহাসিক সাফল্যের সাক্ষী রইল ভারত। ২০২৫ সালের ১৯ এপ্রিল, ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP) সফলভাবে আরোহণ করল বিশ্বের পঞ্চম উচ্চতম…

Debapriya Nandi Sarkar

এক ঐতিহাসিক সাফল্যের সাক্ষী রইল ভারত। ২০২৫ সালের ১৯ এপ্রিল, ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP) সফলভাবে আরোহণ করল বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু (৮,৪৮৫ মিটার)। এই প্রথম কোনও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) এই পর্বতশৃঙ্গ জয় করল।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

ITBP-র এই আন্তর্জাতিক অভিযানের সূচনা হয়েছিল ২১ মার্চ ২০২৫, দিল্লির সদর দফতর থেকে। এই অভিযান ছিল একটি যুগান্তকারী উদ্যোগ—একসঙ্গে দুই শৃঙ্গ জয় করার লক্ষ্যে বেরিয়েছিল দলটি। লক্ষ্য ছিল মাউন্ট মাকালু এবং মাউন্ট অন্নপূর্ণা (৮,০৯১ মিটার)। ITBP-র ইতিহাসে এই প্রথম কোনও বাহিনী এই দুই পর্বতশৃঙ্গে একসঙ্গে আরোহণের চেষ্টা করল।

আরোও পড়ুনঃ অমরাবতীতে মোদী-পবন কল্যাণের সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত, শিলান্যাস হল একাধিক প্রকল্পের

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

এই দু’টি পর্বতের প্রতিটিই বাহিনীর জন্য ছিল প্রথম চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ সফলভাবেই অতিক্রম করল ITBP। পর্বতারোহণের এই কৃতিত্ব শুধু বাহিনীর জন্যই নয়, গোটা দেশের পর্বতারোহণ ইতিহাসে একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এই সফল অভিযান ITBP-র সাহস, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তার নিদর্শন—এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।