অন্ধ্রপ্রদেশের অমরাবতী শহরে এক গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে রাজ্যের উন্নয়নের জন্য একাধিক প্রকল্পের শিলান্যাস করেন তিনি। শুধু তাই নয়, বহু প্রতীক্ষিত অমরাবতীকে ফের একবার অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসেবে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।
এই সফর ঘিরে রাজনীতির মঞ্চে যেমন উত্তেজনা ছিল, তেমনই এক উষ্ণ ও মানবিক মুহূর্তের সাক্ষী থাকল গোটা দেশ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা জনপ্রিয় অভিনেতা-রাজনীতিবিদ পবন কল্যাণকে একসঙ্গে হাসিমুখে কথোপকথনে ব্যস্ত দেখা যায়। দুই নেতার এই খোলামেলা, স্বাভাবিক আচরণ রাজনীতির বাইরেও এক ইতিবাচক বার্তা দিল বলে মনে করছেন রাজনৈতিক মহল।
আরোও পড়ুনঃ পহেলগাম হামলায় ওভারগ্রাউন্ড ওয়ার্কার জড়িত? চাঞ্চল্যকর তথ্য দিল NIA
প্রধানমন্ত্রী বলেন, “অন্ধ্রপ্রদেশের উন্নয়নের জন্য কেন্দ্র সব রকম সহযোগিতা করবে। অমরাবতী শুধু একটি শহর নয়, এটি আগামী দিনের উন্নয়নের প্রতীক হবে।” রাজ্যবাসীর দীর্ঘদিনের দাবি ছিল অমরাবতীকে রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। সেই দাবি পূরণের দিশা দেখাল এই প্রকল্পগুলোর উদ্বোধন। এই সফর ও নতুন প্রকল্পের ফলে অন্ধ্রপ্রদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যতে নতুন আলো দেখতে পাচ্ছেন অনেকেই।