সড়ক দুর্ঘটনার শিকারদের সাহায্য করতে এগিয়ে এলে এবার ‘রক্ষক’ উপাধি ও ২৫ হাজার টাকা আর্থিক পুরস্কার পাবেন সাধারণ মানুষ। শনিবার কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এই নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন। তাঁর মতে, এই পদক্ষেপ শুধুই প্রশাসনিক নয়, মানবিকতার ক্ষেত্রেও বিরাট ভূমিকা রাখবে।
কি বললেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী?
সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গড়করি বলেন, “আগে অনেকে পুলিশি জেরা বা মামলার ভয়ে দুর্ঘটনায় পড়া মানুষকে সাহায্য করতে চাইতেন না। কিন্তু এখন সেই ভয় থাকার দরকার নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, সরকার সাহায্যকারীদের আইনি সুরক্ষা দিচ্ছে। তাঁদের কেউ জিজ্ঞাসাবাদ করবে না।”
দ্রুত চিকিৎসা ও অর্থ সাহায্য
মন্ত্রী আরও জানান, দুর্ঘটনার পর সাত দিনের মধ্যে আহত ব্যক্তি সরকারি স্কিমের আওতায় ১.৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ পেতে পারেন। এই প্রক্রিয়া দ্রুত করতে তৈরি হয়েছে একটি নির্দিষ্ট ওয়েবসাইট, যেখানে চিকিৎসকেরা তথ্য আপলোড করবেন।
আরোও পড়ুনঃ জেলের মধ্যেই ধর্ষণ প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে! রিপোর্ট ঘিরে তুঙ্গে বিতর্ক,পড়ুন বিস্তারিত
৫০ হাজার প্রাণ বাঁচানোর লক্ষ্য
গড়করি একটি পরিসংখ্যানও তুলে ধরেন। বলেন, “যদি সঠিক সময়ে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া যায়, তাহলে প্রতি বছর প্রায় ৫০,০০০ প্রাণ বাঁচানো সম্ভব।”
এই উদ্যোগকে অনেকেই বলছেন, মানবিক প্রশাসনের বাস্তব উদাহরণ। স্রেফ কাগজে-কলমে নয়, মানুষের প্রাণ বাঁচানোর লড়াইয়ে সত্যিকারের পাশে দাঁড়ানোর হাত বাড়িয়ে দিল সরকার।