সিরিয়ার রাজধানী দামাস্কাসে প্রেসিডেন্ট ভবনের কাছাকাছি জায়গায় বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। ইজরায়েল বলেছে, সিরিয়ায় দ্রুজ সম্প্রদায়ের মানুষদের ওপর যেভাবে হামলা হচ্ছে, সেটা বন্ধ করতে তারা এই ব্যবস্থা নিয়েছে।
গত কয়েকদিনে সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘর্ষে ১০০ জনের বেশি মানুষ মারা গেছেন। এই সংঘর্ষে অনেক দ্রুজ মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের ধর্মীয় নেতা এই ঘটনাকে “গণহত্যা” বলেই অভিহিত করেছেন। তিনি বলছেন, দ্রুজদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে, আর এটা বন্ধ করা দরকার।
আরোও পড়ুনঃ রহস্য ঘনীভূত হচ্ছে বড়বাজার অগ্নিকাণ্ডের ঘটনায়— তদন্তে নেমে আরও একজনকে গ্রেফতার করলো পুলিশ!
ইজরায়েল মনে করছে, সিরিয়ার সেনাবাহিনী এবং তাদের সহযোগী গোষ্ঠী, উভয় মিলে দ্রুজদের ওপর আক্রমণ করছে। তাই দ্রুজদের রক্ষা করতেই পাল্টা হামলা করেছে ইসরাইল। এই ঘটনার পর সিরিয়া সরকার এখনও এ বিষয়ে কিছু বলেনি। তবে দামাস্কাস শহরে বিস্ফোরণের শব্দে মানুষ ভয় পেয়ে গেছে। প্রেসিডেন্ট ভবনে সরাসরি আঘাত লাগেনি, কিন্তু কাছাকাছি এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনার পর সিরিয়া ও ইজরায়েলের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।