বড়বাজার অগ্নিকাণ্ডের ঘটনা এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। তদন্ত নেমে পুলিশ গ্রেফতার করলেন আরও একজনকে। ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ১৪ জন নিরীহ মানুষের। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল ঋতুরাজ হোটেলের মালিক আকাশ চাওলা এবং ম্যানেজার গৌরব কপূরকে। তাঁদের বিরুদ্ধে নিরাপত্তার বিধিনিষেধ না মানা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা-সহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে।
সেই তালিকায় এবার যুক্ত হল আরও এক অভিযুক্ত। যদিও তার নাম এখনও প্রকাশ করা হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন হোটেল চত্বরে সে-ও উপস্থিত ছিল এবং তার ভূমিকাও সন্দেহজনক।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হোটেল চত্বরে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। হোটেলে ঢোকা ও বেরোনোর জন্য ছিল একটি মাত্র সিঁড়ি। এছাড়া, আগুন লাগার পরও উদ্ধার কাজ শুরু হতে সময় লেগে যায়, যার জেরে প্রাণ হারান এতজন মানুষ।
আরোও পড়ুনঃ সল্টলেক সেক্টর ফাইভে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ
এই ঘটনার পর বড়বাজার এলাকার ব্যবসায়ী মহলেও আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, সমস্ত হোটেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিয়ম মেনে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে।