শুক্রবার দুপুরে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সল্টলেকের সেক্টর ফাইভে। একটি রাসায়নিক কারখানা থেকে হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মুহূর্তেই আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়।
দমকলের একাধিক ইঞ্জিন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। তবে রাসায়নিক পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে অনুমান।
আরোও পড়ুনঃ মাধ্যমিক ২০২৫ : কোন জেলা শীর্ষে? এবছর মাধ্যমিক পরীক্ষায় জেলা ভিত্তিক পারফরমেন্সে নজর কাড়ল এই জেলাগুলি
আশপাশের এলাকা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।