TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

মাধ্যমিক ২০২৫ : কোন জেলা শীর্ষে? এবছর মাধ্যমিক পরীক্ষায় জেলা ভিত্তিক পারফরমেন্সে নজর কাড়ল এই জেলাগুলি

এবছর অর্থাৎ ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ, অর্থাৎ ২রা মে, শুক্রবার। এবছর মোট ৮৬.৫৬ শতাংশ ছাত্র-ছাত্রীর পাশের…

Debapriya Nandi Sarkar

এবছর অর্থাৎ ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ, অর্থাৎ ২রা মে, শুক্রবার। এবছর মোট ৮৬.৫৬ শতাংশ ছাত্র-ছাত্রীর পাশের হার ঘোষণা করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের রিপোর্ট অনুযায়ী, এবছর পরীক্ষায় বসেছিলেন ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৫ লক্ষ ৯২৮ জন এবং ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার ৯৫৯ জন। মধ্যশিক্ষা পর্ষদ আজ মাধ্যমিক পরীক্ষার্থীদের একটি মেধা তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ৬৬ জন ছাত্র-ছাত্রী।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

মাধ্যমিক ফল প্রকাশের পর শিক্ষা মহলে আলোচনার অন্যতম বিষয় হলো এ বছর কোন জেলা থেকে সেরা রেজাল্ট করেছে? সেক্ষেত্রে জানিয়ে রাখি, প্রত্যেক জেলা থেকে কোন না কোন ছাত্র-ছাত্রী এবছর মাধ্যমিকে অত্যন্ত ভালো ফলাফল করেছে। তবে তার মধ্যে এবারে থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে এবার বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলা থেকে নয় জন ছাত্র-ছাত্রী মাধ্যমিকে শীর্ষ ১০ জনের তালিকায় রয়েছে। এরপরে রয়েছে মালদা। মালদা জেলা থেকে দ্বিতীয়, অষ্টম ও দশম স্থানে রয়েছে একাধিক কৃতি পরীক্ষার্থী এবং তৃতীয় স্থানে রয়েছে বীরভূম। বীরভূম জেলা থেকে অষ্টম, নবম ও দশম স্থানে ছয় জনেরও বেশি কৃতি পরীক্ষার্থী রয়েছে। তবে উত্তর দিনাজপুর জেলা থেকে বেরিয়েছে এ বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা পরীক্ষার্থী।

এই বছর মাধ্যমিক পরীক্ষায় সবথেকে এগিয়ে রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র অদ্রিত সরকার। তার মোট প্রাপ্ত নম্বর ৬৯৬। দ্বিতীয় স্থান অধিকার করেছে মালদা জেলার অনুভব বিশ্বাস এবং বাঁকুড়া জেলার সৌম্য পাল। তাদের উভয়েরই প্রাপ্ত নম্বর ৬৯৪ এবং তৃতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়া জেলার ঈশানী চক্রবর্তী ঈশানীর প্রাপ্ত নম্বর ৬৯৩।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now