TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

পাক চ্যানেলে মিথ্যা প্রচার? ভারতের কড়া পদক্ষেপে বন্ধ পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল

পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে শুরু করেছে ভারত। আগেই পাকিস্তানের ১৬টি ইউটিউব…

Debapriya Nandi Sarkar

পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে শুরু করেছে ভারত। আগেই পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল ব্যান করা হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল আরও বড় নাম—পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অফিসিয়াল ইউটিউব চ্যানেল।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

সূত্রের খবর, দেশের সুরক্ষা ও গোপনীয়তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে এই ব্যান কার্যকর করা হয়েছে। অভিযোগ, এই সমস্ত চ্যানেল ভারত-বিরোধী প্রচারে জড়িত ছিল এবং দেশকে বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য ছড়াচ্ছিল।

শুধু ইউটিউবেই নয়, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও নজরদারি চলছে বলে জানিয়েছে প্রশাসন। পহেলগাম হামলার পর থেকেই গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

আরোও পড়ুনঃ সিরিয়ায় ‘গণহত্যা’— দ্রুজদের বাঁচাতে দামাস্কাসে ইজরায়েলের বিমান হামলা

উল্লেখ্য, গত ২২ শে এপ্রিল  কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলায় ভারতের ২৬ জন পর্যটক নিহত হয়েছে। এই ঘটনায় পাকিস্তানে বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে গোটা ভারতবর্ষ। এরপরে ভারতের সুরক্ষায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার। প্রশাসনের মতে, দেশের নিরাপত্তার প্রশ্নে কোনও রকম আপস করা হবে না। সেই কারণেই এমন কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সরকারি মহল থেকে।