TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

নিরাপত্তা নিয়ে আর আপস নয়, রুফটপ রেস্তোরাঁ বন্ধের বিজ্ঞপ্তি জারি করল পুরসভা

মেছুয়া বাজারে সদ্য ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে শহরের…

Debapriya Nandi Sarkar

মেছুয়া বাজারে সদ্য ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে শহরের বিভিন্ন বাড়ির ছাদে যেসব রেস্তোরাঁ তৈরি হয়েছে, সেগুলিকে বন্ধের নির্দেশ দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

উল্লেখিত প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “নিরাপত্তা নিয়ে কোনও আপস চলবে না। ইতিমধ্যেই এই নির্দেশিকা নিয়ে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।” মেয়র জানিয়েছেন, বরোভিত্তিক রিপোর্ট তৈরি করে প্রতিটি ছাদ-রেস্তোরাঁতে সেই নির্দেশ পাঠানো হচ্ছে।

আরোও পড়ুনঃ মাধ্যমিকে কম নম্বর, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী ছাত্র! ঘাটালের ঘটনায় শোকের ছায়া

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

পুরসভা সূত্রে খবর, ছাদের উপর তৈরি এই ধরনের রেস্তোরাঁ অনেক সময়ই অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বর্জ্য নিষ্কাশনের মতো গুরুত্বপূর্ণ দিকগুলি মানে না। ফলে সেগুলি বিপজ্জনক হয়ে উঠছে শহরের বাসিন্দাদের জন্য। শহরবাসীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত—এমনটাই মত প্রশাসনের।