TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

IndiGo : মাত্র ₹১,৪৯৯ থেকে উড়ান! ইন্ডিগোর মনসুন সেলে ভাড়ায় ধামাকা

ইন্ডিগোর বার্ষিক মনসুন সেলে ঘরোয়া ও আন্তর্জাতিক ফ্লাইটে ভাড়ায় বিপুল ছাড়। টিকিট বুকিং চলছে ২৪ থেকে ২৯ জুন পর্যন্ত, যাত্রা ১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে। Add-on পরিষেবায় ৫০% পর্যন্ত ছাড়, Zero Cancellation শুরু ₹২৯৯ থেকে।

Debapriya Nandi Sarkar

IndiGo : বর্ষা এলেই ছাড়ের বন্যা! আর সেই বন্যাতেই এবার উড়ান সংস্থা IndiGo আনল তাদের বার্ষিক “Monsoon Sale”—যেখানে ঘরোয়া ও আন্তর্জাতিক সফরের জন্য ভাড়ায় মিলছে নজরকাড়া ছাড়। যারা ছুটি কাটাতে চাইছেন কম খরচে, তাঁদের জন্য এটা হতে পারে এক দারুণ সুযোগ।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

কবে থেকে কবে পর্যন্ত বুকিং?

এই বিশেষ অফারটি শুরু হয়েছে ২৪ জুন এবং চলবে ২৯ জুন ২০২৫ পর্যন্ত। যাঁরা এই সময়ের মধ্যে টিকিট কেটেছেন, তাঁরা যাত্রা করতে পারবেন ১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে। এই অফারে ঘরোয়া একমুখী উড়ানের টিকিট শুরু হয়েছে মাত্র ₹১,৪৯৯ থেকে। আন্তর্জাতিক উড়ানগুলির জন্য একমুখী ভাড়া শুরু হচ্ছে ₹৪,৩৯৯ থেকে—যা সাধ্যের মধ্যে বিদেশ সফরের স্বপ্ন দেখাচ্ছে অনেককে।

আরও সুবিধা: Add-On পরিষেবাতেও বিশাল ছাড়

শুধু ভাড়ার ছাড়েই থেমে থাকেনি IndiGo। যাত্রার অভিজ্ঞতা আরও আরামদায়ক করতে একাধিক add-on পরিষেবাতেও দেওয়া হচ্ছে ৫০% পর্যন্ত ছাড়। এর মধ্যে রয়েছে:

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now
  • Prepaid baggage: বাড়তি লাগেজের জন্য আগাম টাকা দিলে মিলবে ছাড়
  • Fast Forward: Priority check-in ও boarding সুবিধা
  • Seat selection: স্ট্যান্ডার্ড সিট পছন্দের খরচ শুরু ₹৯৯ থেকে
  • Emergency XL seat: বেশি পায়ের জায়গার আসন পাওয়া যাবে মাত্র ₹৫০০ থেকে
  • IndiGoStretch ও 6E পরিষেবাতেও ছাড়

যাঁরা বেশি legroom সহ Premium আসনে বসতে চান, তাঁদের জন্য IndiGoStretch-এর ভাড়া শুরু হয়েছে ₹৯,৯৯৯ থেকে। এছাড়া 6E Prime এবং 6E Seat & Eat পরিষেবায় থাকছে ৩০% পর্যন্ত ছাড়। এছাড়া যদি কোন সময় পরিকল্পনা বদল হয়, তাই IndiGo এনেছে Zero Cancellation Plan—যার শুরু ₹২৯৯ থেকে। ঘরোয়া উড়ানের ক্ষেত্রে এটি বিশেষ সুবিধাজনক।

কেন এত জনপ্রিয় এই সেল?

ছাড়ের মাত্রা ছাড়াও এই ধরনের অফার ভ্রমণপ্রেমীদের জন্য এক বড় সুযোগ হয়ে দাঁড়ায় কারণ এতে শেষ মুহূর্তের খরচ নিয়ন্ত্রণে রাখা যায়। বিশেষত উৎসবের মরসুমে অথবা ছুটির সময় যাঁরা ঘোরার পরিকল্পনা করেন, তাঁদের জন্য এই সেল ভীষণ লাভজনক। এই অফারের সুবিধা তুলতে হলে নির্ধারিত সময়ের মধ্যেই বুকিং সম্পূর্ণ করতে হবে। যাত্রার আগে শর্তাবলি ভালোভাবে জেনে নেওয়াও জরুরি।