TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

সত্যি কি পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান? পাকিস্তানে পারমাণবিক হামলা নিয়ে বৈঠকের খবর নিয়ে জল্পনা তুঙ্গে

পহেলগাঁও হামলার পর ফের পারমাণবিক হুমকি পাকিস্তানের! তড়িঘড়ি ডাকা হয়েছে শীর্ষ পরমাণু কমিটির বৈঠক। যুদ্ধ না প্রতিরক্ষা—জানুন ভিতরের খবর।

Debapriya Nandi Sarkar

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার জেরে ফের উত্তেজনা তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। সেই পরিস্থিতিতে এবার বড়সড় পদক্ষেপ করল পাকিস্তান। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে জানা গেছে, ভারতের বিরুদ্ধে সামরিক অভিযানের পর পাকিস্তান তড়িঘড়ি ডেকে বসিয়েছে তাদের শীর্ষ পরমাণু কমিটিকে। এই কমিটিই পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

দ্বিতীয়বার পরমাণু হুমকি, পরিস্থিতি উদ্বেগজনক

এই ঘটনা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, পাহেলগাম হামলার পর এটি পাকিস্তানের দ্বিতীয় পারমাণবিক হুমকি। প্রথমবার রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত এমন হুমকির ইঙ্গিত দিয়েছিলেন। এখন আবার সরকারিভাবেই তড়িঘড়ি ডাকা হয়েছে পারমাণবিক বৈঠক, যা কূটনৈতিকভাবে বড় বার্তা দিচ্ছে।

ভারতের তরফে প্রতিক্রিয়া এখনও না এলেও নজরে রাখা হচ্ছে সব কিছু

ভারতের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে প্রতিরক্ষা এবং কূটনৈতিক মহলে পরিস্থিতির উপর গভীর নজর রাখা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতির দিকে যেন না গড়ায়, সেদিকে দু’দেশের সজাগ থাকা জরুরি।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

চিন্তার বিষয়, সীমান্তে লাগাতার জঙ্গি অনুপ্রবেশ এবং পাকিস্তানের পরমাণু অস্ত্রের হুমকি—এই দুইয়ে উপমহাদেশে শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে।