রিচার্জ প্ল্যানের দুনিয়ায় ফের চমক দিল Reliance Jio। মাত্র ১০২৯ টাকার একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে সংস্থা, যাতে গ্রাহকরা একসঙ্গে পাবেন 2GB করে প্রতিদিনের ডেটা, আনলিমিটেড ভয়েস কল, ফ্রি এসএমএস, এমনকি OTT সাবস্ক্রিপশনও। এই প্ল্যানটি ইতিমধ্যেই Jio অ্যাপ ও ওয়েবসাইটে সক্রিয়। যারা বেশি ডেটা ব্যবহার করেন বা OTT প্ল্যাটফর্মে কনটেন্ট দেখতে পছন্দ করেন, তাঁদের জন্য এটি একেবারে পারফেক্ট।
কী কী সুবিধা থাকছে এই প্ল্যানে?
১. দৈনিক ডেটা ও ভ্যালিডিটি:
এই প্ল্যানে মোট ৮৪ দিনের ভ্যালিডিটি থাকছে। ব্যবহারকারীরা প্রতিদিন 2GB করে হাই-স্পিড ডেটা পাবেন, অর্থাৎ মোট ১৬৮GB। ডেটা শেষ হলেও চলবে ৬৪ kbps স্পিডে আনলিমিটেড ইন্টারনেট।
২. ভয়েস কল ও SMS:
যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে। পাশাপাশি প্রতিদিন ১০০টি ফ্রি SMS-ও থাকছে এই প্ল্যানে।
৩. OTT সাবস্ক্রিপশন:
Jio-র এই রিচার্জে মিলবে Amazon Prime Lite-এর 90 দিনের ফ্রি সাবস্ক্রিপশন। এর মাধ্যমে Amazon Prime Video-র কনটেন্ট HD (720p) কোয়ালিটিতে দেখা যাবে।
৪. JioTV ও JioCinema:
তিন মাসের জন্য JioTV ও JioCinema অ্যাক্সেস একদম ফ্রি। ব্যবহারকারীরা লাইভ টিভি, সিনেমা ও ওয়েব সিরিজ উপভোগ করতে পারবেন মোবাইলেই।
৫. ক্লাউড স্টোরেজ:
প্ল্যানে আরও রয়েছে 50GB JioAICloud স্টোরেজ, যেখানে নথি, ছবি ও দরকারি ফাইল রাখা যাবে নিশ্চিন্তে।
কারা উপকৃত হবেন?
বিশেষত যারা দৈনিক বেশি ডেটা ব্যবহার করেন, OTT প্ল্যাটফর্মে নিয়মিত ভিডিও কনটেন্ট দেখেন, এবং ৫জি ইন্টারনেট স্পিড পছন্দ করেন, তাঁদের জন্য এটি আদর্শ। বাজেট রিচার্জ হিসেবে এই প্ল্যানটি এমন সুবিধা দিচ্ছে, যা সাধারণত ১২০০–১৫০০ টাকার প্ল্যানে পাওয়া যায়।
কীভাবে রিচার্জ করবেন?
এই প্ল্যানটি রিচার্জ করা যাবে Jio-র অফিসিয়াল ওয়েবসাইট বা MyJio অ্যাপের মাধ্যমে। পেমেন্ট করতে পারবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI বা ইন্টারনেট ব্যাঙ্কিং-এর সাহায্যে।
টেলিকম যুদ্ধের বাজারে এই অফার নিঃসন্দেহে Airtel ও Vi-কে চিন্তায় ফেলবে। কম খরচে বেশি সুবিধা দিয়ে Jio আবারও গ্রাহকদের মন জয় করল। আপনি যদি একটা কম খরচে ফুল প্যাকেজ চান, তবে Jio-র ১০২৯ টাকার এই প্ল্যান একবার ট্রাই করেই দেখুন।