TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

১ জুলাই থেকেই ট্রেনের ভাড়া বাড়ছে! নতুন চার্টে কতটা চাপ যাত্রীদের পকেটে?

১ জুলাই ২০২৫ থেকে দূরপাল্লার ট্রেনে বাড়ছে ভাড়া। কোন শ্রেণির যাত্রায় কত টাকা বাড়বে? রিজার্ভেশন ও তৎকাল টিকিটের নতুন নিয়ম কী? রইল রেলের নতুন সিদ্ধান্তের সম্পূর্ণ বিশ্লেষণ।

Debapriya Nandi Sarkar

নতুন অর্থবর্ষের প্রথম দিনেই বড়সড় ধাক্কা ভারতীয় রেলযাত্রীদের জন্য। সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রেল বোর্ড জানিয়ে দিয়েছে, আজ ১ জুলাই থেকে দেশের সমস্ত দূরপাল্লার ট্রেনে দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের জন্য ট্রেন ভাড়া বাড়ানো হচ্ছে। আর এই ভাড়া বৃদ্ধির হার নির্ধারিত হয়েছে প্রতি কিলোমিটারে ১ থেকে ২ পয়সা করে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

কোন শ্রেণির যাত্রীদের উপর প্রভাব?

রেল বোর্ডের নির্দেশিকা অনুযায়ী,

  • নন-এসি কোচে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১ পয়সা

  • এসি ক্লাসে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ২ পয়সা

এই বৃদ্ধি মূলত প্রযোজ্য হবে ৫০০ কিমির বেশি দূরত্বে যাতায়াতকারী যাত্রীদের ক্ষেত্রে। অর্থাৎ, ৫০১-১৫০০ কিমি পর্যন্ত যাত্রায় বাড়ছে ৫ টাকা, ১৫০১-২৫০০ কিমিতে ১০ টাকা, আর ২৫০১ কিমি-৩০০০ কিমি পর্যন্ত যাত্রায় ১৫ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি হতে পারে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

শহরতলির ট্রেনে কোনো প্রভাব নেই

এবারের এই সিদ্ধান্তে স্বস্তিতে রয়েছেন শহরতলির নিত্যযাত্রীরা। কারণ ৫০০ কিমির মধ্যে যাতায়াত করা যাত্রীরা, বিশেষ করে লোকাল ট্রেন বা শহরতলির ট্রেনের যাত্রীদের ভাড়ায় কোনও পরিবর্তন হচ্ছে না। এছাড়াও, মাসিক সিজন টিকিটের (MST) ক্ষেত্রেও কোনও পরিবর্তন আনেনি রেল।

কোন ট্রেনে কত ভাড়া?

বিভিন্ন ট্রেনের ধরন অনুযায়ী বৃদ্ধির হার নিম্নরূপ—

  • দ্বিতীয় শ্রেণী (মেল/এক্সপ্রেস): ১ পয়সা প্রতি কিমি

  • স্লিপার (মেল/এক্সপ্রেস): ১ পয়সা

  • প্রথম শ্রেণী: ১ পয়সা

  • AC চেয়ার কার: ২ পয়সা

  • AC থ্রি টায়ার: ২ পয়সা

  • AC টু টায়ার: ২ পয়সা

  • AC ফার্স্ট/ইসি/ইএ: ২ পয়সা

বন্দে ভারত, রাজধানী-সহ প্রিমিয়াম ট্রেন?

রেল বোর্ড স্পষ্ট করেছে, রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, এসি ভিস্তাডোম সহ অন্যান্য প্রিমিয়াম ট্রেনগুলির ক্ষেত্রেও মূল ভাড়া বাড়ানো হয়েছে। তবে রিজার্ভেশন ফি ও সুপারফাস্ট সারচার্জ অপরিবর্তিত থাকবে।

তৎকাল টিকিট বুকিংয়ে বদল

এছাড়াও ১ জুলাই থেকে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মেও বড় পরিবর্তন এনেছে ভারতীয় রেল। এখন থেকে শুধুমাত্র আধার যাচাই সম্পন্ন যাত্রীরাই IRCTC ওয়েবসাইট বা অ্যাপে তৎকাল টিকিট কাটতে পারবেন। আগামী মাস থেকে এই প্রক্রিয়ায় OTP-ভিত্তিক প্রমাণ বাধ্যতামূলক করা হচ্ছে।

রিজার্ভেশন চার্ট প্রকাশে পরিবর্তন

আগে ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে রিজার্ভেশন চার্ট প্রকাশ হতো। এখন তা ৮ ঘণ্টা আগে করা হবে। এর ফলে শেষ মুহূর্তে যাত্রীদের আসন নিশ্চিতকরণে কিছুটা জটিলতা হতে পারে বলে মনে করছেন রেলকর্তারা।

নতুন PRS সিস্টেম কী?

ভারতীয় রেল ঘোষণা করেছে, ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সম্পূর্ণ নতুন PRS (Passenger Reservation System) চালু করা হবে, যেখানে প্রতি মিনিটে ১.৫ লক্ষ টিকিট বুকিং সম্ভব হবে। বর্তমানে যেখানে সর্বোচ্চ ৩২ হাজার টিকিট প্রতি মিনিটে কাটা যায়, সেখানে নতুন PRS প্রায় পাঁচ গুণ সক্ষম। রেল সূত্রে আরও জানানো হয়েছে, নতুন সিস্টেমে থাকবে সিট পছন্দ করার অপশন, ভাড়া ক্যালেন্ডার, বিশেষ শ্রেণির সুবিধা (দিব্যাঙ্গ, রোগী, শিক্ষার্থী) ইত্যাদি।

সাধারণ মানুষের প্রতিক্রিয়া

নতুন ভাড়ার খবর শোনার পর অনেক যাত্রী রীতিমতো ক্ষুব্ধ। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত কর্মজীবীরা বলছেন, “জিনিসপত্রের দাম যেমন বাড়ছে, তেমন ট্রেন ভাড়াও বেড়ে যাচ্ছে। কাজের জন্য দুরপাল্লায় যাতায়াত করতে গিয়ে মাসে কয়েকশো টাকা বেশি গুণতে হবে।” তবে রেল বোর্ড দাবি করেছে, “ছোট বৃদ্ধি হলেও এর মাধ্যমে দীর্ঘমেয়াদে যাত্রী পরিষেবা আরও উন্নত হবে।”