জাতির উদ্দেশে এক কঠোর ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিলেন—ভারত আর আগের মতো ধৈর্য ধরবে না। পাকিস্তানের তরফে ঘুরিয়ে-ফিরিয়ে দেওয়া ‘পারমাণবিক যুদ্ধের হুমকি’কে এবার কার্যত উড়িয়ে দিয়ে মোদীর হুঁশিয়ারি, “নিউক্লিয়ার ব্ল্যাকমেল আর সহ্য করা হবে না।”
তিনি আরও বলেন, “ভারতের উপর সন্ত্রাসবাদী হামলা হলে, জবাবও আসবে ঠিক আমাদের শর্তেই।” প্রধানমন্ত্রী জানান, ভারতের কূটনৈতিক এবং প্রতিরক্ষা নীতিতে এখন পরিবর্তন এসেছে—প্রতিটি আঘাতের উত্তর এবার কৌশলগত এবং উপযুক্ত মাত্রায় দেওয়া হবে।
সন্ত্রাসবাদ নিয়ে স্পষ্ট বার্তা
মোদীর এই বক্তব্য এমন সময় এল, যখন সীমান্তে উত্তেজনা তুঙ্গে। সম্প্রতি কাশ্মীরে পহেলগাম হামলায় শহিদ হয়েছেন একাধিক জওয়ান। এর পর থেকেই গোটা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। সেই আবহেই মোদীর এই বার্তা যে শুধু দেশের মানুষকে আশ্বস্ত করল তাই নয়, পাশাপাশি পাকিস্তানকেও কার্যত সতর্ক করে দিল।
অতীতের নরমনীতি আর নয়
বিশ্লেষকদের মতে, এই বক্তব্য ছিল ‘পরিষ্কার যুদ্ধ-সদৃশ’ মনোভাবের প্রকাশ। অতীতে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক পথে এগোনোর চেষ্টা করলেও, এখন ভারতের অবস্থান অনেক বেশি কড়া।
অনেকেই বলছেন, ১৯৭১ সালের ইন্দিরা গান্ধীর মতো দৃঢ় মনোভাবের ছাপ দেখা যাচ্ছেমোদীর বক্তৃতায়।
#WATCH | #OperationSindoor | In his address to the nation, PM Modi says, “…No nuclear blackmail will be tolerated anymore…”
He says, “Terrorist attack on India will have to face a befitting reply, and the response will be on our terms” pic.twitter.com/2DmGVrPI42
— ANI (@ANI) May 12, 2025