TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

ইন্দিরার পর এবার মোদী—দিল্লির ভাষণে কাঁপছে পাকিস্তান!

পাকিস্তানের পরোক্ষ হুমকি ও সন্ত্রাসবাদ ইস্যুতে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী। জাতির উদ্দেশে ভাষণে দিলেন চরম হুঁশিয়ারি—‘পারমাণবিক ব্ল্যাকমেল আর বরদাস্ত করা হবে না, জবাব হবে ভারতের শর্তে।’

Debapriya Nandi Sarkar

জাতির উদ্দেশে এক কঠোর ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিলেন—ভারত আর আগের মতো ধৈর্য ধরবে না। পাকিস্তানের তরফে ঘুরিয়ে-ফিরিয়ে দেওয়া ‘পারমাণবিক যুদ্ধের হুমকি’কে এবার কার্যত উড়িয়ে দিয়ে মোদীর হুঁশিয়ারি, “নিউক্লিয়ার ব্ল্যাকমেল আর সহ্য করা হবে না।”

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

তিনি আরও বলেন, “ভারতের উপর সন্ত্রাসবাদী হামলা হলে, জবাবও আসবে ঠিক আমাদের শর্তেই।” প্রধানমন্ত্রী জানান, ভারতের কূটনৈতিক এবং প্রতিরক্ষা নীতিতে এখন পরিবর্তন এসেছে—প্রতিটি আঘাতের উত্তর এবার কৌশলগত এবং উপযুক্ত মাত্রায় দেওয়া হবে।

সন্ত্রাসবাদ নিয়ে স্পষ্ট বার্তা

মোদীর এই বক্তব্য এমন সময় এল, যখন সীমান্তে উত্তেজনা তুঙ্গে। সম্প্রতি কাশ্মীরে পহেলগাম হামলায় শহিদ হয়েছেন একাধিক জওয়ান। এর পর থেকেই গোটা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। সেই আবহেই মোদীর এই বার্তা যে শুধু দেশের মানুষকে আশ্বস্ত করল তাই নয়, পাশাপাশি পাকিস্তানকেও কার্যত সতর্ক করে দিল।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

অতীতের নরমনীতি আর নয়

বিশ্লেষকদের মতে, এই বক্তব্য ছিল ‘পরিষ্কার যুদ্ধ-সদৃশ’ মনোভাবের প্রকাশ। অতীতে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক পথে এগোনোর চেষ্টা করলেও, এখন ভারতের অবস্থান অনেক বেশি কড়া।

অনেকেই বলছেন, ১৯৭১ সালের ইন্দিরা গান্ধীর মতো দৃঢ় মনোভাবের ছাপ দেখা যাচ্ছেমোদীর বক্তৃতায়।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।