প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশে দেওয়া ভাষণ ঘিরে সরগরম দেশের রাজনীতি ও কূটনৈতিক মহল। সেই ভাষণের পরই প্রতিক্রিয়া জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এক টুইট বার্তায় তিনি বলেন, “আজ জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ ছিল ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের এক স্পষ্ট ঘোষণাপত্র।”
শুধু আবেগ নয়, ছিল ভারতের সামরিক ও কূটনৈতিক শক্তির প্রকাশ
রজনাথের কথায়, মোদীর বক্তব্য শুধুই আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং ছিল ভারতের সামরিক, কূটনৈতিক ও নৈতিক শক্তির একটি স্পষ্ট প্রতিফলন। তিনি জানান, প্রধানমন্ত্রী সারা বিশ্বের সামনে অত্যন্ত স্পষ্ট ও দৃঢ়ভাবে ভারতের অবস্থান তুলে ধরেছেন।
পাকিস্তানকে স্পষ্ট বার্তা—‘কেবল সন্ত্রাস আর পিওকে নিয়েই কথা হবে’
প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, মোদী তাঁর ভাষণে স্পষ্ট করে দিয়েছেন—ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা হলে, তা শুধুই সন্ত্রাসবাদ ও পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) নিয়ে হবে। এর বাইরে আর কোনও বিষয়ে ভারত আলোচনায় যাবে না।
‘অপারেশন সিন্ধুর’ জন্য সেনাদের প্রশংসা
রাজনাথ সিং মোদীর নেতৃত্বের প্রশংসা করে লেখেন, “অপারেশন সিন্ধুর সময় ভারতীয় সেনার সাহস ও বীরত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী যা বলেছেন, তাতে গোটা জাতি গর্বিত।” তিনি সেনাবাহিনীর অবদানকে কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তাঁর বলিষ্ঠ নেতৃত্বের জন্য।
প্রতিরক্ষামন্ত্রীর এই প্রতিক্রিয়ার পর বোঝা যাচ্ছে, ভারত এবার কোনও রকম হুমকি বা ব্ল্যাকমেল বরদাস্ত করবে না। কূটনীতির পাশাপাশি সামরিকস্তরেও তৈরি রয়েছে দিল্লি।
Defence Minister Rajnath Singh tweets, “In his address to the nation today, Prime Minister Narendra Modi has put India’s policy against terrorism before the whole world with great clarity and firmness. His address is not only an expression of India’s sentiment, but it is also a… pic.twitter.com/GA64AtDU1b
— ANI (@ANI) May 12, 2025