পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোজা ভাষায় জানিয়ে দিলেন—সন্ত্রাসবাদের পেছনে মদত দিয়ে কেউ যদি ভারতের সঙ্গে শান্তি আলোচনা চায়, সেটা সম্ভব নয়। মোদীর স্পষ্ট কথা, “সন্ত্রাস ও সংলাপ একসঙ্গে চলতে পারে না, যেমন রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না।”
সীমান্তে উত্তেজনার আবহে বার্তা
সম্প্রতি সীমান্তে একাধিক অনুপ্রবেশ ও হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। তাঁর মতে, প্রতিবেশী রাষ্ট্র যদি বন্ধুত্ব চায়, তাহলে আগে সীমান্ত পেরিয়ে হওয়া সন্ত্রাসে রাশ টানতেই হবে।
শান্তির পথে আসল বাধা সন্ত্রাস
ভারত বরাবরই শান্তির পক্ষপাতী, সেটা মোদী আবার মনে করিয়ে দেন। তবে তিনি জোর দিয়ে বলেন, “যখন সন্ত্রাস চালানো হয়, তখন শান্তির কথা বলা একপ্রকার ভণ্ডামি।” পাকিস্তান যদি প্রকৃত শান্তি চায়, তবে সবার আগে সন্ত্রাসের রাস্তায় ইতি টানতে হবে বলেই প্রধানমন্ত্রীর সাফ মত।