TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

শ্রীনগরে আজ কী দেখা গেল? একেবারে অন্যরকমের ছবি শ্রীনগরের রাস্তায়, জানুন বিস্তারিত

শ্রীনগরে ধীরে ধীরে ফিরছে জনজীবনের স্বাভাবিকতা। খুলেছে দোকান, স্কুল, রাস্তায় দেখা যাচ্ছে ট্রাফিক। আজ খুলতে পারে শ্রীনগর বিমানবন্দরও।

Debapriya Nandi Sarkar

গত কয়েকদিনের চাপা উত্তেজনার পরে অবশেষে শ্রীনগরে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় দেখা গেছে যানবাহনের চলাচল। কিছু জায়গায় ছিল ট্রাফিক জ্যামও—যা শান্ত পরিবেশেরই ইঙ্গিত দিচ্ছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

খুলেছে দোকানপাট, স্কুলেও ঢুকছে পড়ুয়ারা

শহরের বিভিন্ন বাজার, দোকানপাটও খুলেছে সকাল থেকেই। ক্রেতাদের আনাগোনাও দেখা গেছে যথেষ্ট। স্কুল-কলেজেও পড়ুয়াদের যাতায়াত শুরু হয়েছে। অভিভাবকরাও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এই পরিস্থিতিতে।

আজ খুলতে পারে শ্রীনগর বিমানবন্দর

সূত্রের খবর, যদি পরিস্থিতি এমনভাবেই স্বাভাবিক থাকে, তাহলে আজ থেকেই খুলে দেওয়া হতে পারে শ্রীনগর বিমানবন্দর। ইতিমধ্যেই বিমানবন্দরের নিরাপত্তা খতিয়ে দেখা হয়েছে। ফ্লাইট চালুর প্রস্তুতিও শুরু হয়েছে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

প্রশাসন এখনও সতর্ক, নজরদারি জারি

যদিও সবকিছু স্বাভাবিকের দিকে এগোলেও, প্রশাসন কোনও ঝুঁকি নিতে নারাজ। শহরজুড়ে এখনও নজরদারি চালিয়ে যাচ্ছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে অতিরিক্ত ব্যবস্থা।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।