নিউটাউনের সাপুরজি আবাসন থেকে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের মৃতদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে তার দেহ অবচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়, এবং পুরো ঘটনা ঘিরে নানা প্রশ্ন উঠছে।
মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, সৃঞ্জয়ের নিয়মিত কিছু ওষুধ ছিল, এবং তার অতিরিক্ত ডোজে মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এই ধারণা পুরোপুরি নিশ্চিত করা যাচ্ছে না। এদিকে, সৃঞ্জয়ের গলায় একটি দাগও দেখা গেছে, যা নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। পুলিশ এবং পরিবারের সদস্যরা এখনও এ ব্যাপারে কিছু মন্তব্য করেননি।
পরিবার ও মিডিয়ার প্রতিক্রিয়া
এই ঘটনা একেবারে অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। সৃঞ্জয়কে তার মায়ের দ্বিতীয় বিয়েতে খুশি থাকতে দেখা গিয়েছিল, এবং মাসখানেক আগে তারা একসাথে সময় কাটিয়েছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনও মন্তব্য আসেনি, তবে পুরো ঘটনায় পুলিশের নজর রয়েছে।