TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

১৬টি ব্যাঙ্ককে ফাঁকি দিয়ে ১২ হাজার কোটি! কলকাতায় গ্রেফতার শিল্পপতি, ধরা পড়লেন প্রাক্তন CMD-ও

১৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটি টাকা প্রতারণা কাণ্ডে বড় ধাক্কা! কনকাস্ট স্টিলের পর এবার ইউকো ব্যাঙ্কের প্রাক্তন CMD ইডি-র জালে। পড়ুন বিস্তারিত।

Debapriya Nandi Sarkar

১৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে জাল নথি দেখিয়ে প্রায় ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ উঠেছে কনকাস্ট স্টিলের বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর মামলায় আগেই গ্রেফতার হয়েছেন সংস্থার কর্ণধার সঞ্জয় সুরেকা। এবার সেই একই মামলায় ধরা পড়লেন ইউকো ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সুবোধকুমার গোয়েল।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

ইডি সূত্রে খবর, শুক্রবার তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতায় আনা হয় এবং শনিবার আদালতে তোলা হয়।

২১ মে পর্যন্ত ইডি হেফাজতে গোয়েল

এদিন আদালতে তোলা হলে বিচারক সুবোধকুমার গোয়েলকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তদন্তকারী সংস্থা জানায়, এই বিপুল পরিমাণ প্রতারণার পেছনে ব্যাংক কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। প্রাক্তন CMD-এর ভূমিকা ছিল কতটা গভীর, তা জানতেই তাঁকে জেরা করা জরুরি।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

কীভাবে গড়ে উঠেছিল এই আর্থিক প্রতারণার জাল?

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, কনকাস্ট স্টিলের পক্ষ থেকে একের পর এক জাল নথি পেশ করে ব্যাঙ্কগুলির থেকে বিশাল অঙ্কের ঋণ নেওয়া হয়েছিল। এই ঋণ নেওয়ার প্রক্রিয়ায় বেশ কয়েকজন ব্যাঙ্ক কর্তার ‘অস্বাভাবিক সহযোগিতা’ ছিল বলে ইডি সন্দেহ করছে। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন সুবোধকুমার গোয়েল।

ইডি-র মতে, এই ধরনের প্রতারণা একা কোনও সংস্থা করতে পারে না। এর পেছনে উচ্চপদস্থ ব্যাঙ্ক কর্তাদের হাত থাকতেই পারে। তাই গোয়েলের গ্রেফতারি তদন্তের গতিপথে বড় মোড় আনতে পারে বলেই মনে করছে কেন্দ্রীয় সংস্থা।

১২ হাজার কোটি টাকা: দেশের অন্যতম বড় আর্থিক জালিয়াতি!

এই মামলাকে ইতিমধ্যেই দেশের অন্যতম বড় ব্যাঙ্ক প্রতারণার কাণ্ড হিসেবে দেখা হচ্ছে। শুধু পরিমাণের দিক থেকে নয়, জড়িতদের প্রোফাইল, এবং যে পরিমাণ ব্যাঙ্ক এতে জড়িয়ে পড়েছে, তা অভূতপূর্ব।

ইডি জানিয়েছে, এই মামলার তদন্তে আগামী দিনে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে। এমনকি আরও কিছু প্রভাবশালী ব্যাঙ্ক কর্তার নাম উঠে আসার সম্ভাবনা রয়েছে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।